মাহফুজ আনামের দৃষ্টিতে বিএনপির যত ভুল

 প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৯ অপরাহ্ন   |   মতামত

মাহফুজ আনামের দৃষ্টিতে বিএনপির যত ভুল



দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ের নিশ্চয়তা না পেয়ে নির্বাচনে অংশগ্রহণ না করা বিএনপির মারাত্মক ভুল বলে মনে করেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।তিনি বলেন, আলোচনার পথ রুদ্ধ করে দেওয়া বিএনপির আরেকটি বড় ভুল। কোনো রাজনৈতিক দল এক দশকের মধ্যে দুটি নির্বাচন বয়কট করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারেনি, এবারের নির্বাচন বয়কটও বিএনপির অস্তিত্ব সংকট সৃষ্টি করতে পারে মনে করেন জ্যেষ্ঠ এই সাংবাদিক।


ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারে ‘বিএনপি কি তার কর্মী-সমর্থকদের প্রত্যাশার সম্মান রাখছে’ প্রকাশিত প্রবন্ধে মাহফুজ আনাম লিখেছেন, এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার যে বিএনপি আন্দোলন শুরু করেছিল আওয়ামীলীগকে ক্ষমতাচ্যুত করার জন্য, অন্তত তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সেটাই প্রকাশ পায়। কিন্তু আওয়ামীলীগকে ক্ষমতাচ্যুত করার জন্য তারা যথোপযুক্ত প্রস্তুতি নিয়ে মাঠে নামেনি।গত বছর বিশাল জনসমর্থনের বীজ বপন  করতে পারলে ও এবছর সেখান থেকে সাফল্যের কোনো ফসল ঘরে তুলতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার দাবি জানানো হলে এর প্রতিক্রিয়াযে কঠোর কিছু হবে, তা অবধারিতই ছিল।কিন্তু কঠোর পরিস্থিতি এলে কীভাবে টিকে থাকা যাবে, সে বিষয়ে কোনো স্পষ্ট পরিকল্পনা তাদের ছিল না।


মাহফুজ আনাম বলেন, ‘যদি বিএনপির উদ্দেশ্য এটাই হয়ে থাকে যে তারা নির্বাচনে ক্ষমতাসীনদলের একচেটিয়া প্রভাব কমাবে, তা হলে নির্বাচনের সময় ক্ষমতা ভাগের প্রস্তাব দিতে পারত।সেক্ষেত্রে উভয়পক্ষের সম্মতিতে সাংবিধানিক দায়বদ্ধতা মাথায় রেখে সরকারের কিছু পদ বিরোধীদল বা নিরপেক্ষ ব্যক্তিদের দিতে পারত । যেহেতু নির্বাচনে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেক্ষেত্রে এই বাহিনীর ওপর ক্ষমতাসীন দলের নিয়ন্ত্রণ কমাতে বিশেষ কিছু প্রস্তাব দেওয়া যেত। এ ধরনের বিকল্প দৃষ্টি ভঙ্গি নেওয়া হলে তা ভোটারদের এই বার্তা দিত যে, বিএনপি তাদের দাবিতে অনড়, কিন্তু তাদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করার আগ্রহ রয়েছে।’


মাহফুজ আনাম লেখেন, ‘সব বিকল্প আলোচনার পথ রুদ্ধ করে দেওয়া বিএনপির আরেকটি বড় ভুল। বিএনপি যে 'বাইরের চাপ'রভরসায় ছিল, সেখান থেকেও তারা পুরোপুরি হতাশ হয়েছে।বিএনপি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে যখনই আলোচনায় বসেছে, তাদের কেউই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের পরিকল্পনাকে সমর্থন করেননি। বরং সবাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ার প্রতি গুরুত্ব দিয়েছেন।কিন্তু বিএনপির কানে এই বার্তা পৌঁছায়নি।’


ইংরেজি দৈনিকের সম্পাদক আরও বলেন, ‘তর্কের খাতিরে যদি বলাও হয়, যে আওয়ামীলীগ কখনোই চায়নি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক।তাহলে একথাও বলতে হবে বিএনপি ও কখনোই টের পায়নি যে তাদের এই নির্বাচন বর্জনের সিদ্ধান্ত, সরকারকেই সহায়তা করছে।’



মতামত এর আরও খবর: