ফরিদপুর-৪ থেকে মনোনয়ন প্রত‍্যাশী এ‍্যডভোকেট আলী আশরাফ নান্নু

 প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন   |   রাজনীতি

ফরিদপুর-৪ থেকে মনোনয়ন প্রত‍্যাশী এ‍্যডভোকেট আলী আশরাফ নান্নু
নাজিম বকাউল (ফরিদপুর ) : আগামী ত্রয়োদশ নির্বাচনে ফরিদপুর - ৪ (ভাংগা,সদরপুর, চরভদ্রাসন) থেকে মনোনয়ন প্রত‍্যাশী এ‍্যডভোকেট আলী আশরাফ নান্নু। তিনি দীর্ঘ দিন ধরে এলাকায় গন সংযোগ অব‍্যাহত রেখেছেন। আলী আশরাফ নান্নু ৯০ এর এরশাদ বিরোধী গন আন্দোলনের অন‍্যতম একজন। আলী আশরাফ নান্নু সাবেক ফরিদপুর জেলা ছাত্র দলের সভাপতি, বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, ফরিদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক,সরকারী রাজেন্দ্র কলেজের,জি এস, ভিপি ছিলেন। বতর্মানে ফরিদপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক। ৮০/৯০ দশক এর তুখোড় একাধিক ছাত্র নেতাদের মধ্যে অ‍ন‍্যতম একজন। আলী আশরাফ নান্নু বহু হামলা মামলার নির্যাতনের শিকার হয়েছেন। গ্রেফতার হয়ে জেল খেটেছেন একাধিক বার। আলী আশরাফ নান্নু ছাত্র জীবন থেকেই ক্লীন ইমেজের রাজনৈতিক নেতা হিসাবে পরিচিত। আওয়ামী লীগের ১৭ বছর শাসনামলে দলীয় নেতা কর্মিদের মিথ্যা মামলায় নিজে আদালতে লড়াই করেছেন । আলী আশরাফ নান্নু জানান, তিনি ফরিদপুর -৪ (ভাংগা,সদরপুর,চরভদ্রাসন ) থেকে নির্বাচন করতে ইচ্ছুক। দল তাকে মনোনয়ন দিলে নির্বাচনে অংশগ্রহন করবেন।

রাজনীতি এর আরও খবর: