বিজয় দিবসে বাংলাদেশ-ভারত সেনা কর্মকর্তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ

 প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১০:০৩ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

বিজয় দিবসে বাংলাদেশ-ভারত সেনা কর্মকর্তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ

মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর উচ্চপর্যায়ের অফিসাররা। আইএসপিআর জানায়, সোমবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের অফিসারদের মধ্যে একটি সৌজন্য সাক্ষাৎ আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জিওসি ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং ভারত সেনাবাহিনীর পক্ষ থেকে চিফ অব স্টাফ, ১০১ এরিয়া মেজর জেনারেল সুমিত রানা উপস্থিত ছিলেন।  


অনুষ্ঠানে বাংলাদেশ দলের সদস্য হিসেবে তিনজন স্টাফ অফিসার ও একজন অধিনায়ক পর্যায়ের বিজিবি অফিসার উপস্থিত ছিলেন। অনুরূপভাবে ভারত সেনাবাহিনীর তিনজন অফিসার ও অধিনায়ক পর্যায়ের বিএসএফ অফিসাররা উপস্থিত ছিলেন।  উভয় দেশের প্রতিনিধিরা নিজেদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা উপহার বিনিময় করেন। উল্লেখ্য যে, ১৬ ডিসেম্বর, পহেলা বৈশাখের মতো জাতীয় গুরুত্বপূর্ণ দিবসসমূহে উভয় দেশের মধ্যে এ ধরনের সৌজন্য সাক্ষাতের প্রচলন আছে। এরই ধারাবাহিকতায় আজকের এ সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ১৮ মিনিট স্থায়ী সৌজন্য সাক্ষাৎটি বেলা ১১টা ৪৮ মিনিটে শেষ হয়।



আন্তর্জাতিক এর আরও খবর: