ইসরায়েলে অস্ত্র বহনকারী মার্কিন জাহাজ ও বিমান নিষিদ্ধ করল স্পেন
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন | আন্তর্জাতিক

ইসরায়েলের জন্য অস্ত্র-গোলাবারুদ বা সামরিক সরঞ্জাম বহনকারী মার্কিন বিমান ও জাহাজের ট্রানজিট বাতিল করেছে স্পেন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান গণহত্যার প্রেক্ষাপটে দখলদার ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞার পর নতুন সিদ্ধান্তটি এলো। স্পেনের সংবাদপত্র এল পাইস সংবাদ জানিয়েছে, রোটা (কাডিজ) এবং মোরন দে লা ফ্রন্টেরা (সেভিলা) ঘাঁটি দিয়ে ইসরায়েলের জন্য অস্ত্র, গোলাবারুদ বা সামরিক সরঞ্জাম বহনকারী মার্কিন বিমান বা জাহাজের ট্রানজিট বাতিল করেছে সরকার। স্প্যানিশ সংবাদপত্রটির মতে, এর ফলে ইসরায়েলি অঞ্চলে সরাসরি যাওয়া জাহাজ এবং মধ্যবর্তী স্থানের মাধ্যমে যাওয়ার জন্য ব্যবহৃত জাহাজগুলো প্রভাবিত হবে।
সূত্র সংবাদপত্রটিকে জানিয়েছে, স্পেন তাদের ঘাঁটিতে মার্কিন পণ্যবাহী বিমান বা জাহাজ তল্লাশি করে না। পেন্টাগন মার্কিন জাহাজে পাঠানো পণ্যবাহী জাহাজ সম্পর্কে তথ্য গোপন রাখতে পারে। যদি এটি হয়, তবে দুই মিত্রের মধ্যে আস্থা ক্ষতিগ্রস্ত হবে। গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে মাদ্রিদ আগে থেকেই বেশ কঠোর অবস্থান নিয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইসরায়েলি গণহত্যার একজন স্পষ্ট সমালচক।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে, অঞ্চলজুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬৬ হাজার ছাড়িয়ে গেছে। একই সময়ে ১ লাখ ৬০ হাজারের বেশি বেশি মানুষ আহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।
চলতি বছরের শুরুতে যুদ্ধবিরতি ভঙ্গের পর ২৭ মে থেকে ইসরায়েল জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে এড়িয়ে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন-এর মাধ্যমে একটি পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করেছে। এতে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ আরও প্রকট হয়ে ওঠে।
ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপরও গুলি চালিয়ে যাচ্ছে। এর ফলে শত শত মানুষ নিহত হচ্ছে। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকাজুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।