ফিরতি হজ ফ্লাইট বিলম্ব : বিমানের ক্ষমা প্রার্থনা
প্রকাশ: ২৫ অগাস্ট ২০১৯, ০৯:৫৩ অপরাহ্ন | জনদুর্ভোগ
কিছু সংখ্যক হজযাত্রীকে সময়মতো ঢাকায় ফিরিয়ে আনতে না পারায় দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রোববার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তাহারা খন্দকার দুঃখ প্রকাশ করেন। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখিত।
তিনি বলেন, একটি উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটির কারণে কিছু সংখ্যক হাজীকে আমরা সময়মতো ঢাকায় আনতে পারিনি। বিমান তার নিজস্ব ব্যবস্থাপনায় এবং নিজ খরচে হাজীদের প্রয়োজনীয় সব সহযোগিতা প্রদান করে অতিদ্রুত ঢাকায় আনার ব্যবস্থা করছে। তিনি আরও বলেন, এসব হাজীদের আত্মীয়-স্বজনকে উদ্বিগ্ন না হওয়ার জন্য বিমান বিশেষভাবে অনুরোধ করছে। সাময়িক এ অসুবিধার জন্য বিমান আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। এছাড়া সংশ্লিষ্ট সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেছে।