নিরাপদ সড়কের দাবিতে ফের সড়কে সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা

 প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২, ০৫:০৫ অপরাহ্ন   |   জনদুর্ভোগ

নিরাপদ সড়কের দাবিতে ফের সড়কে সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা



নিরাপদ সড়কের দাবিতে ফের সড়কে নেমে এসেছেন রাজধানীর সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সহপাঠী আলী হোসেনের মৃত্যুতে সোমবার ১১টা ৫০ মিনিটে সড়কে নামে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় রাজধানীর ফার্মগেট এলাকার পুলিশ বক্সের সামনে দুই পাশের রাস্তা অবরোধ করে তারা।


এখন তারা ফার্মগেট থেকে কারওয়ান বাজারমুখী রাস্তার একাংশ দখল করে আছে। পাশ দিয়ে গাড়ি চলাচল করছে।


উই ওয়ান্ট জাস্টিস। নিরাপদ সড়ক চাই। আর কত প্রাণ ঝড়লে সড়ক নিরাপদ হোক। সড়ক সড়ক সড়ক চাই। নিরাপদ সড়ক চাই। আমার ভাই কবরে। খুনি কেন বাহিরে? প্রশাসন জবাব দে। ৭১ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এরকম নানা শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। পুলিশ একপাশ থেকে সরিয়ে দিলেও পরে আবার তারা বিজয় স্মরণি থেকে কারওয়ান বাজার এলাকার রাস্তা দখল করে।

জনদুর্ভোগ এর আরও খবর: