‘জেলেনস্কির ক্ষমা চাওয়া উচিৎ’

 প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ০১:২২ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

‘জেলেনস্কির ক্ষমা চাওয়া উচিৎ’

হোয়াইট হাউসের ওভাল অফিসের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে নজিরবিহীন বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতে একপর্যায়ে জেলেনস্কিকে হোয়াইট হাউস ত্যাগ করতে বলা হয়। মার্কিন একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। এই ঘটনার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার (১ ফেব্রুয়ারি) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  মার্কো রুবিও বলেছেন, জেলেনস্কির উচিৎ ক্ষমা চাওয়া। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে মার্কো রুবিও বলেছেন, আজকে প্রেসিডেন্ট ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির যে বৈঠক হয়েছে তা বিপর্যয়। ইউক্রেনীয় এই নেতার উচিৎ ক্ষমা চাওয়া।  জেলেনস্কির প্রসঙ্গে রুবিও বলেছেন, ওখানে গিয়ে তার প্রতিপক্ষ হওয়ার কোনো দরকার ছিল না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, আপনি যখন আক্রমণাত্বকভাবে কথা বলা শুরু করবেন এবং প্রেসিডেন্ট একজন চুক্তিকারী, তিনি সারাজীবন চুক্তি করেছেন- আপনি তখন মানুষকে চুক্তির টেবিলে আনতে পারবেন না।  জেলনস্কি হয়তো শান্তিচুক্তি চায়না বলে সাক্ষাৎকারে উল্লেখ করেছেন রুবিও।  ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কাছ থেকে কয়েক শ কোটি ডলারের অস্ত্র ও অর্থসহায়তা পেয়েছে ইউক্রেন। কিন্তু ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরেই ইউক্রেন বিপাকে পড়ে। এই যুদ্ধের জন্য জেলেনস্কিকে দায়ী করেন ট্রাম্প। তাই গতকালের বৈঠক ঘিরে সবার নজর ছিল। তবে শেষমেশ ওই বৈঠক চরম বিশৃঙ্খলার মধ্যে শেষ হয়েছে।





আন্তর্জাতিক এর আরও খবর: