কাতারে আর্জেন্টিনা সাপোর্টারদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ০৫ নভেম্বর ২০২২, ০৪:১৬ অপরাহ্ন   |   খেলাধুলা

কাতারে আর্জেন্টিনা সাপোর্টারদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রিয়াদ মজুমদার (কাতার) : মাত্র কয়েকদিন পরই মরুর দেশ কাতারে বসতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ফুটবল  ২০২২ কাতার।


সেই খেলাকে ঘিরে খুশির আমেজ বিরাজ করছে কাতারে। তারই অংশ হিসেবে কাতারস্ত বাংলাদেশী আর্জেন্টিনা সাপোর্টারদের নিয়ে গঠিত হয়েছে 'আর্জেন্টিনা সাপোর্টিং গ্রুপ কাতার ২০২২'


এতে মুহাম্মাদ নুর করিম আকাশকে আহবায়ক ও মুহাম্মদ সেলিম সরকার জিসানকে সদস্য সচিব করে ২১ সদস্যদের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।


কমিটির অন্যরা হলেন যুগ্ম আহ্বায়ক,  উমর ফারুক রাজিব,মোহাম্মদ শাহিন মিয়া  মুহা. হেলাল উদ্দিন, মিজানুর রহমান ও সাংবাদিক আবুল কালাম ফয়সাল।


সদস্যরা হলেন - মিলন জামান মিলন, নাদিম মুহাম্মদ নাদিম, রিয়াদ মজুমদার,  নাজমুল হাসান,মোঃ ওমর ফারুক, মাহমুদুল হাসান, রিয়াজ ইসলাম, মুহাম্মদ মুরশেদ আলম, মুহাম্মদ রাসেল, নাহিদ আহমেদ, উত্তম কুমার দাস, মাসুদ রানা, মুক্তারুজ্জামান, সুমন শেখ, ফারুক আহমেদ ও মুক্তার হোসেন।


সকলের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে আহ্বায়ক কমিটির সকলের পরামর্শে আগামী ১০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

খেলাধুলা এর আরও খবর: