ওসমানীনগরে দেড় যুগ ধরে রাস্তা সংস্কার না হওয়ায় দূর্ভোগে জনসাধারণ ও কলেজগামী শিক্ষার্থী

 প্রকাশ: ২৫ নভেম্বর ২০২২, ১২:০৫ অপরাহ্ন   |   জনদুর্ভোগ

ওসমানীনগরে দেড় যুগ ধরে রাস্তা সংস্কার না হওয়ায় দূর্ভোগে জনসাধারণ ও কলেজগামী শিক্ষার্থী


শিব্বির আহমদ (ওসমানীনগর ,সিলেট) :  সিলেটের ওসমানীনগরে প্রায় দেড় যুগ ধরে সংস্কার হয়নি উপজেলার দয়ামীর-ঘোষগাঁও সড়কটির।

বিগত ২০০৪ সালে বিএনপি সরকারের আমলে রাস্তারটির কাজ সম্পন্ন হওয়ার পর থেকে উক্ত রাস্তাটিতে এখন পর্যন্ত কোনো সংস্কার কাজ না হওয়ায় রাস্তাটি এখন মানুষের অচলাবস্থায় পরিণত হয়েছে।

ঢাকা-সিলেট মহাসড়ক সংযুক্ত হওয়ায় রাস্তাটি অত্যন্ত জন গুরুত্বপূর্ণ। ঘোষগাঁও,  ইসলামপুর,গাংপার ও রাইকদাড়াসহ একাধিক এলাকার মানুষের চলাফেরার মূল রাস্তা হওয়ায় উক্ত এলাকার জন সাধারারণ খুবই কষ্টে আছেন যাতায়াত ব্যবস্থা নিয়ে। বিশেষ করে স্কুল,কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী, রোগী নিয়ে যাতায়াতসহ সর্বসাধারণ খুবই দূর্ভোগ পোহাচ্ছেন।

ঘোষগাঁও গ্রামের বাসিন্দা দয়ামীর বাজারের ব্যবসায়ী আমির আলী বলেন, আমরা যাতায়াত ব্যবস্থা নিয়ে খুবই কষ্টের মধ্যে আছি। ২০০৪ সালে সিলেট- ২ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াছ আলী দুই কিলোমিটার এই  রাস্তাটি পাকাকরন করেছিলেন। এরপর থেকে আমরা বর্তমান এমপি মোক্কাবির খানসহ বিগত সময়েও যারা ছিলেন তাঁদের কাছে গিয়েছি কিন্তু আশ্বাস দিলেও কার্যত এখন পর্যন্ত কোনো সংস্কার হয়নি।

এবিষয়ে জানতে চাইলে সিলেট- ২ আসনের সংসদ সদস্য মোক্কাবির খান বলেন, আমি ইতিমধ্যে এই রাস্তাটি পরিদর্শন করেছি। রাস্তাটি খুবই বেহাল অবস্থায় আছে। অতি শীঘ্রই রাস্তাটির সংস্কার কাজ হবে ইতিমধ্যে এলজিআরডি মন্ত্রীর বরাবরে ডিও লেটার পাঠিয়েছি।

জনদুর্ভোগ এর আরও খবর: