মাইলস্টোন স্কুল ও কলেজ এর শিক্ষিকা মেহরিন চৌধুরীর স্মরণে আনোয়ারা খানম এর কবিতা "শিক্ষক তুমি মাতৃসম"
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০১:০০ অপরাহ্ন | সাহিত্য

"শিক্ষক তুমি মাতৃসম" আনোয়ারা খানম শিক্ষক তুমি নির্মল মনের মাতৃস্নেহের বিণ, জীবন দিয়ে মিটিয়ে গেলে শিক্ষকতার ঋণ। যিনি আপন শিশুর অবয়ব দেখেন শ্রেণি সোনাদের মুখে, তাদের বিপদে ছেড়ে দিয়ে মা থাকেন না কখনও সুখে।
শিক্ষক তুমি মাতৃসম, সন্তানেরে ছেড়ে যাবে কী কোরে? বিসর্জন দিয়ে আপন জীবন রেখেছো শিশুদের ধরে। হে বীর - - তুমি যুগ যুগ ধরে থাকবে বেঁচে মানবের ঘরে ঘরে, উচ্চারিত হবে নামটি তোমার শ্রদ্ধাভরা অন্তরে। অবয়বে তুমি জান্নাতি ফুল, প্রভু- রখেছেন প্রমান, জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হোয়ে, পরপারে ভেড়াও সাম্পান। ঢাকা, ২৩ জুলাই , ২০০৫া