একুশে বইমেলায় 'দ্য সিক্রেট অব সাকসেস'
প্রকাশ: ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন | সাহিত্য

অমর একুশে বইমেলা ২০২৫-এ লেখক, চিন্তাবিদ রিয়াজুল হকের কুরআন ও হাদিসের আলোকে 'দ্য সিক্রেট অব সাকসেস' নামে নতুন বই এসেছে। পরিবার পাবলিকেশন্স থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন মৌমিতা রহমান। লেখক রিয়াজুল হক বলেন, আমরা পৃথিবী ও আখিরাতে সাকসেস চাই। সেই সাকসেস কিভাবে অর্জন করা সম্ভব, সেটা তো মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলে দিয়েছেন। হাদিসেও বিষয়গুলো এসেছে। এখন প্রয়োজন পবিত্র কুরআনের নির্দেশনা মেনে চলা এবং রাসূল (সা.)-কে অনুসরণ করা। যদি আমরা সেইভাবে জীবন পরিচালনা করতে পারি, তাহলে ইহকাল ও পরকাল সবখানেই সফলতা অর্জন সম্ভব ইনশাআল্লাহ। বইটি রকমারিসহ একুশে বইমেলায় পরিবার পাবলিকেশন্সের ৭৩৬-৭৩৭ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।