সুনামগঞ্জে ৩ লাখ ৯৫ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে
প্রকাশ: ৩০ মে ২০২৪, ০৯:৫০ অপরাহ্ন | সারাদেশ

শামসুল কাদির মিছবাহ (সুনামগঞ্জ):
সুনামগঞ্জে ৩ লাখ ৯৫ হাজার ৬০ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার (৩০ মে) বিকাল সাড়ে ৩ টায় সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব তথ্য জানান সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. অমর ফারুক।
তিনি বলেন, আগামী শনিবার (১ জুন) সুনামগঞ্জ জেলার ১১ উপজেলায় ২ হাজার ১শ ৭৯ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি আরো বলেন, ভিটামিন এ প্লাস ক্যাপসুল গ্রহণ করলে শিশুদের চোখের সমস্যা দূরিকরণসহ ত্বকের অনেক উপকার সাধিত হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওমর ফারুক বলেন, কোনো শিশুই যাতে ভিটামিন এ প্লাস প্রোগ্রামের বাইরে না থাকে সেজন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।