উপজেলা পরিষদ নির্বাচন: ছাতকে ত্রিমুখী ও দোয়ারাবাজারে দ্বিমুখী লড়াইয়ের আভাস
প্রকাশ: ২৭ মে ২০২৪, ০৬:১৯ অপরাহ্ন | সারাদেশ
শামসুল কাদির মিছবাহ (সুনামগঞ্জ): ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে আগামী ২৯ মে সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচজন চেয়ারম্যান, দশজন ভাইস চেয়ারম্যান ও পাঁচজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক- মোটরসাইকেল, বর্তমান চেয়ারম্যান দেওয়ান তানভীর আল আশরাফী চৌধুরী–আনারস, আরিফুল ইসলাম জুয়েল–দোয়াত-কলম, নুরুল আমিন–ঘোড়া ও দেওয়ান আসিদ রাজা–কাপপিরিচ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি তাজির উদ্দিন –তালা প্রতীক, বশির আহমদ–চশমা প্রতীক, আবু বকর ছিদ্দিক – বৈদ্যুতিক বাল্ব প্রতীক, আবুল কালাম – টিউবওয়েল প্রতীক, নূর হোসেন মো. আব্দুল্লাহ – মাইক প্রতীক, শরীফ আহমেদ–আইসক্রিম প্রতীক, জিয়াউর রহমান – উড়োজাহাজ প্রতীক, রাসেল মিয়া –টিয়াপাখি প্রতীক, সোনাধন দে–গ্যাস সিলেন্ডার প্রতীক, জে ইউ সেলিম- বই প্রতীক। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সালেহা বেগম –প্রজাপতি প্রতীক, লাইলী আক্তার লাকি –সেলাই মেশিন প্রতীক, শিরিনা বেগম– হাঁস প্রতীক, সামছুন্নাহার রুমি–ফুটবল প্রতীক, ঝর্ণা রানী দাস–কলস প্রতীকে নির্বাচনী মাঠে রয়েছেন। এই উপজেলায় বিএনপি থেকে বহিস্কৃত আরিফুল ইসলাম জুয়েল–দোয়াত-কলম প্রতীক ও বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দেওয়ান তানভীর আল আশরাফী চৌধুরী বাবু-আনারস প্রতীকের মধ্যে দ্বিমুখি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। সরেজমিনে সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, এই উপজেলায় এবারও তারুণ্য নির্ভর জনপ্রতিনিধি বাছাইয়ে ভোটারদের আগ্রহ বেশি লক্ষ্য করা গেছে। এক্ষেত্রে এগিয়ে রয়েছেন বিএনপি থেকে বহিস্কৃত আরিফুল ইসলাম জুয়েল ও বর্তমান চেয়ারম্যান দেওয়ান তানভীর আল আশরাফী চৌধুরী বাবু। বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দেওয়ান তানভীর আল আশরাফী বাবুর পক্ষে স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের পরোক্ষ সমর্থন থাকতে পারে বলে এলাকায় গুঞ্জন রয়েছে। এছাড়াও সুরমার দক্ষিণপাড় বেশ কয়েকটি ইউনিয়নে আঞ্চলিক ঐক্যের টান সৃষ্টি হলে তাঁর বিজয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে বিএনপি থেকে বহিস্কৃত নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েলও রয়েছেন সুবিধাজনক অবস্থানে। তাঁর পক্ষে এই উপজেলায় বিএনপি সমর্থিত ভোটারদের বড় একটা অংশের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। দোয়ারাবাজার উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৯ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩০ হাজার ০৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৪ হাজার ১৩৪ জন এবং নারী ভোটার ৬৫ হাজার ৯৪২ জন। এদিকে, ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবু সাদাত লাহিন মিয়া ঘোড়া প্রতীক, রফিকুল ইসলাম কিরণ কাপ-পিরিচ প্রতীক, আওলাদ আলী রেজা আনারস প্রতীক, মাহমুদ আলী মোটর সাইকেল ও আমজদ আলী হেলিকপ্টার প্রতীকে নির্বাচনী মাঠে রয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আব্দুল জব্বার খোকন (উড়োজাহাজ), আফজাল হোসেন (মাইক), আতাউল হক (বই), শহিদুজ্জামান (টিউবওয়েল), আব্দুস সামাদ (চশমা), ইজাজুল হক রনি (বৈদ্যুতিক বাল্ব), রকিব আহমদ (তালা) ও নজরুল ইসলাম (টিয়াপাখি) প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সরগরম রয়েছেন। এই উপজেলায় স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের আস্থাভাজন হিসেবে পরিচিত সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম কিরণ, জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরীর আস্থাভাজন ও গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন ভিপি আওলাদ আলী রেজার মধ্যে দ্বিমুখী লড়াই হবে এমন আলোচনা থাকলেও যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা মাহমুদ আলীও নির্বাচনী লড়াইয়ে আসতে পারেন এমন সম্ভাবনাও রয়েছে। যদি দক্ষিণ ছাতকের কয়েকটি ইউনিয়ন নিয়ে আঞ্চলিক ঐক্যের টান সৃষ্টি হয় তবেই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেন যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা মাহমুদ আলী। ছাতক উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১ টি পৌরসভাসহ ১৩ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা-৩১০৪৭৬, পুরুষ ভোটার- ১৫৯১৩৪, মহিলা ভোটার- ১৫১৩৪২।