চুয়াডাঙ্গায় জমকালো আয়োজনে বাংলা টিভির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

 প্রকাশ: ১৯ মে ২০২৪, ০৫:০০ অপরাহ্ন   |   মিডিয়া কর্নার

চুয়াডাঙ্গায় জমকালো আয়োজনে বাংলা টিভির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।


রাকিবুজ্জামান (চুয়াডাঙ্গা ) :


চুয়াডাঙ্গায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বাংলা টিভির অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে প্রবীন শিক্ষানুরাগী ও সুধী ব্যক্তিদের সাথে আলোচনাসভা শেষে আনুষ্টানিকভাবে কেকে কেটে বাংলা টিভির ৮ প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়।


বাংলা টিভির জেলা প্রতিনিধি মামুন মোল্লার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার প্রবীন শিক্ষানুরাগী চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক হামিদুল হক মুন্সী, জেলা প্রেস ক্লাবের সভাপতি এ্যাড. মানিক আকবর,যুগ্ম-সাধারণ সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি, বেসরকারি প্রতিষ্ঠান রিসো ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম সহ  বাংলা টিভির শুভানুধ্যায়ীগন এসময় উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ব্যক্তিগন বাংলা টিভির পথচলা সূদীর্ঘ হোক সেই কামনা করেন।



চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ লিটন এর   সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ডিবিসি চ্যানেলের জেলা প্রতিনিধি ও জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক  কামরুজ্জামান সেলিম, যমুনা টিভির জেলা প্রতিনিধি জিসান আহম্মেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী নাসির উদ্দীন জোয়ার্দ্দার, এখন টিভির প্রতিনিধি, অনিক চক্রবর্তী, নিউজ টোয়েন্টিফোর চ্যানেলের প্রতিনিধি জামান আকতার, সাংবাদিক রকিবুজ্জামান,মোমিন, সহ অন্যান্যরাও এসময় উপস্থিত ছিলেন।



মিডিয়া কর্নার এর আরও খবর: