ববি সাংবাদিক সমিতির সভাপতি জাকির, সা. সম্পাদক ইমদাদুল

 প্রকাশ: ০২ ফেব্রুয়ারী ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার

ববি সাংবাদিক সমিতির সভাপতি জাকির, সা. সম্পাদক ইমদাদুল

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) ২০২৪-২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক খবরের কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নয়া শতাব্দীর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ইমদাদুল ইসলাম।


বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির দ্বিতীয় তলায় ২০২৪-২৫ মেয়াদে কার্যকরী পরিষদের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আব্দুল কাইউম। মোট নয়টি পদের সবকটিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।


কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি ইলিয়ান হোসেন (দৈনিক দেশ জনপদ), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন (দেশ রূপান্তর), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রবিউল ইসলাম (দৈনিক বাংলা), কোষাধ্যক্ষ মোহাম্মদ এনামুল (আমার সংবাদ)। আর কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মেহরাব হোসেন (দৈনিক দক্ষিণ অঞ্চল),  মাসুদ রানা (ঢাকা টাইমস) ও মো. মেহেদী হাসান (বিডিএন ৭১)।


নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইতিহাস ও সভ্যতা বিভাগের সহযোগী অধ্যাপক হলের প্রভোস্ট ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, মো. শফিকুল ইসলাম ও ওবায়দুর রহমান। নির্বাচন চলাকালে সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।



মিডিয়া কর্নার এর আরও খবর: