টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে যাচ্ছেন ব্রিটিশ পার্লামেন্ট প্রতিনিধি দল

 প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২৪, ০৬:৩৫ অপরাহ্ন   |   জাতীয়

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে যাচ্ছেন ব্রিটিশ পার্লামেন্ট প্রতিনিধি দল

ব্রিটিশ পার্লামেন্টের ৫ সদস্যের এক‌টি প্রতি‌নি‌ধি দল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি পরিদর্শনে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন। এই প্রথমবারের মতো কোনো ব্রিটিশ পার্লামেন্ট প্রতি‌নি‌ধি দল টুঙ্গিপাড়া যাচ্ছেন।



শ‌নিবার (২৭ জানুয়া‌রি) ৫ দি‌নের সফ‌রে বাংলা‌দেশে এসেছেন প্রতি‌নি‌ধি দলটি। যুক্তরাজ্যের সাবেক টেক অ্যান্ড ডিজিটাল ইকোনমিবিষয়ক মন্ত্রী পল স্কলি এমপির নেতৃত্বে ৫ সদস্যের সংসদীয় প্রতিনিধি দলে রয়েছেন লেবার পার্টির এমপি  বীরেন্দ্র শর্মা,  নিল কোয়েল ও   অ্যান্ড্রু ওয়েস্টার্ন।  


এছাড়া প্রতিনিধি দলে রয়েছেন হাউস অব কমন্সের বিরোধীদলীয় হুইপ ও সিনিয়র সংসদীয় সহকারী ডমিনিক মফিট, কুইন্স কমনওয়েলথ ট্রাস্টের উপদেষ্টা জিল্লুর হোসেন ও  কানেক্টের সিইও ড. ইভেলিনা বানিয়ালিভা।


ব্রিটিশ পার্লামেন্টের সদস‌্যরা আগামীকাল রোববার (২৭ জানুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  সমাধি পরিদর্শন করবেন।


বাংলাদেশ সফরকালে তারা রো‌হিঙ্গা ক‌্যাম্প প‌রিদর্শ‌নে যা‌বেন। প্রতিনিধি দল সি‌লেট ভ্রম‌ণেও যাবে।


সফরের প্রথম দিন শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের স‌ঙ্গে সৌজন‌্য প্রতিনিধি দল সাক্ষাৎ কর‌বে।  সফরকালে বা‌ণিজ‌্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলামের সঙ্গেও তাদের বৈঠক হবে। সফর শেষে আগামী ৩১ জানুয়ারি প্রতিনিধি দল ঢাকা ছাড়বে।



জাতীয় এর আরও খবর: