আটাব সম্মিলিত ফোরাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ২৬ জানুয়ারী ২০২৪, ০৪:১৭ অপরাহ্ন   |   ভিন্ন খবর

আটাব সম্মিলিত ফোরাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত


“আটাব সম্মিলিত ফোরাম” এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ২৪ জানুয়ারি বুধবার সন্ধায় ইনিষ্টিটিউট অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্স বাংলাদেশ( IDEB) ভবন, কাকরাইল, ঢাকা। “আটাব সম্মিলিত ফোরাম” এর প্রতিষ্ঠাতা ও আহবায়ক এবং হাব এর প্রেসিডেন্ট এম.শাহাদাত হোসাইন তসলিমের সভাপতিত্বে আসন্ন আটাব নির্বাচন উপলক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আসন্ন আটাব নির্বাচনে “আটাব সম্মিলিত ফোরাম” এর প্যানেল প্রধান মনোনীত করার জন্য এই সভা আহ্বান করা হয়। অরচার্ড গ্রুপের চেয়ারম্যান ও গ্লোবাল ইসলামী ব্যাংক এর পরিচালক জনাব ড. মোহাম্মদ ফারুক-কে “আটাব সম্মিলিত ফোরাম” এর প্যানেল প্রধান হিসাবে উপস্হিত শত শত আটাব সদস্যদের সামনে উপস্হাপন করেন “আটাব সম্মিলিত ফোরাম” এর  প্রতিষ্ঠাতা ও আহবায়ক এবং হাব প্রেসিডেন্ট এম.শাহাদাত হোসাইন তসলিম। উপস্হিত সকলেই তা করতালি দিয়ে সমর্থন করেন। হাব এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট  ও অরচার্ড গ্রুপের চেয়ারম্যান এবং গ্লোবাল ইসলামী ব্যাংক এর পরিচালক জনাব ড. মোহাম্মদ ফারুক তাকে প্যানেল প্রধান হিসাবে মনোনীত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সকল আটাব সদস্যদেরকে সেবা করার সুযোগ দানের জন্য উপস্হিত সকলের সমর্থন ও দোয়া কামনা করেন।


সভায় উপস্হিত ছিলেন হাব এর সাবেক প্রেসিডেন্ট মো: আব্দুশ শাকুর, হাব এর সাবেক প্রেসিডেন্ট জনাব ইব্রাহিম বাহার, টাইমস গ্রুপের চেয়ারম্যান ও এয়ার ট্রিপ ইন্টারন্যাশনাল এর ব্যবস্হাপনা পরিচালক জনাব আবুল খায়ের, হাব এর প্রতিষ্ঠাতা সহসভাপতি জনাব সৈয়দ গোলাম সরওয়ার, হাব এর সিনিয়র সহসভাপতি জনাব মাওলানা ইয়াকুব শরাফতী, হাব এর মহাসচিব জনাব ফারুক আহমদ সরদার, আটাব এর সাবেক মহাসচিব জনাব মাজহারুল হক ভুইয়া, হাব এর সহ সভাপতি মাওলানা ফজলুর রহমান, হাব এর সাবেক সহসভাপতি জনাব ফরিদ আহমদ মজুমদার, টিটিকপ সভাপতি জনাব মোবারক উল্লাহ শিমুল, টিটিকপ সেক্রেটারী ফজলুল মতিন তওহিদ, ফেরাব সভাপতি জনাব মহিউদ্দিন, হাব ওলামা ফোরামের সভাপতি মাওলানা শওকত হোসেন সরকার, আটাব এর সাবের উপ মহাসচিব জনাব সায়েম এম হাসান, আটাব এর সাবেক যুগ্ম মহাসচিব জনাব এফ আর করিম কাজল, আটাব এর নির্বাহী সদস্য জনাব জাফর উদ্দিন, আটাব এর নির্বাহী সদস্য জনাব মোসলেহ উদ্দিন আলমগীর, মাওলানা মোজাম্মেল হোসেন কামাল, মাওলানা আব্দুস সাত্তার, দক্ষিণবঙ্গ হজ ও ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন সভাপতি জনাব আক্তারুজ্জান, জনাব হাবিবুর রহমান, জনাব জামাল হোসেন ও জনাব খাদেম দুলাল  প্রমূখ।


আটাব সম্মিলিত ফোরাম এর অঙ্গীকার-  আটাব সদস্যদের কল্যানে কর্মতৎপরতা, আমানতদারী, সততা, স্বচ্ছতা, ন্যায়পরায়নতা ও জবাবদিহিতা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা।

ভিন্ন খবর এর আরও খবর: