চতুর্থবারের মতো দেশ সেরা আলোক‌চিত্রী‌র পুরস্কার পেলেন সিলেটের আনিস মাহমুদ

 প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩, ০৪:১১ অপরাহ্ন   |   মিডিয়া কর্নার

চতুর্থবারের মতো দেশ সেরা আলোক‌চিত্রী‌র পুরস্কার পেলেন সিলেটের আনিস মাহমুদ


প্রথম আলো প‌ত্রিকার সিলেট কার্যালয়ের আলোক‌চিত্রী আনিস মাহমুদ ফের দেশ সেরা আলোক‌চিত্রীর পুরস্কার পেয়েছেন।

শুক্রবার প্রথম আলোর রজতজয়ন্তী উদযাপন ও প্রতিষ্ঠাবা‌র্ষিকী অনুষ্ঠান ঢাকার খামারবা‌ড়ির কৃ‌ষি‌বিদ ইন্স‌টি‌টিউট‌ মিলনায়তনে অনু‌ষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প‌ত্রিকার সম্পাদক ম‌তিউর রহমান আনিস মাহমুদের হাতে দেশ সেরা আলোক‌চিত্রীর পুরস্কার তুলে দেন।

এসময় উপ‌স্থিত ছিলেন- প‌ত্রিকার নির্বাহী সম্পাদক সাজ্জাদ শ‌রিফ, ব‌্যবস্থাপনা সম্পাদক আনিসু‌ল হক প্রমুখ।

এর আগে আনিস মাহমুদ ২০১২, ২০১৪ ও ২০১৭ সালে দেশ সেরা আলোক‌চিত্রীর পুরস্কার পান। এবার চতুর্থবারের মতো দেশ সেরা আলোকচিত্রীর পুরস্কার পেয়েছেন আনিস মাহমুদ।

মিডিয়া কর্নার এর আরও খবর: