শেখ হাসিনা :: ৭৭ তম জন্মদিনের শুভেচ্ছা

 প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৮ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

শেখ হাসিনা :: ৭৭ তম জন্মদিনের শুভেচ্ছা

নির্মলেন্দু গুণ : 



আপনি আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন-- আমি তা চোখ বন্ধ করে বলতে পারি। আপনার সুস্বাস্থ্য একান্ত ভাবে কামনা করি। আপনি সুস্থ থাকুন। টেনশন করবেন না। ঘুমের জন্য আরও এক ঘন্টা সময় বাড়িয়ে দিন।


আলোচনায় খুব একটা আসে না-- এরকম দুটো কাজের কথা আমি সর্বদা স্মরণ করি।

বঙ্গবন্ধু সেটেলাইট, পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, এলিভেটেড একসপ্রেসওয়ে,

আশ্রয়ণ প্রকল্প, ৫৮০টি মডেল মসজিদ, বিধবা ও বৃদ্ধ ভাতা আমাদের আলোচনার সামনে আসছে।

আমি মনে করি আরও দুটো কাজের জন্য আপনি স্মরণীয় হয়ে থাকবেন, যেগুলো খুব একটা আলোচনার আসছে না।

আপনি করোনাকালে সারা উন্নতবিশ্ব যখন হিমশিম খাচ্ছিলো-- তখন যথাসময়ে বিনামূল্যে উন্নতমানের করোনার টীকা দিয়ে আপনি বাংলাদেশের মানুষের জীবন রক্ষা করেছেন-- এই বিষয়টিকে আপনার সরকারের খুব বড়ো সাফল্য বলে আমি মনে করি।

আজকে যারা আপনার বিরুদ্ধে কথা বলে, ষড়যন্ত্র করে-- তারাও কিন্তু আপনার বিনামূল্যে দেয়া করোনার টীকা নিয়েই তাদের জীবন বাঁচিয়েছে।

ছাত্র আন্দেলনের মুখে মুক্তিযোদ্ধাদের চাকরি কোটা বাতিল করে আপনি ১ লক্ষ ৮২ হাজার মুক্তিযোদ্ধাকে মাসিক ২০ হাজার টাকা ভাতা প্রদান করে মুক্তিযোদ্ধাদের অর্থনৈতিক ভাবে শক্তিশালী করেছেন-- যা মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর তাঁদের সন্তানরা পাবেন।

আপনার বুদ্ধিদীপ্ত, দূরদর্শী ও সাহসী সিদ্ধান্তের কারণে আজ মুক্তিযুদ্ধের পক্ষশক্তি আগের যে-কোনো সময়ের চেয়ে অধিক সংঘবদ্ধ ও শক্তিশালী। ওরা আপনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে সাহায্য করবে।

আসলে আপনি পলিটিক্যালি প্রতিদ্বন্দ্বিহীন, যেমন কবি হিসাবে আমি।

আপনি দীর্ঘজীবী হোন।


সবিনয় ইতি।

আপনার চিরশুভার্থী

নির্মলেন্দু গুণ

বীর মুক্তিযোদ্ধা ও কবি।

ভিন্ন খবর এর আরও খবর: