সিলেট জেলা যুব লীগের সদস্য পদ লাভ করায় রাসেল আহমেদের কৃতজ্ঞতা প্রকাশ
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৪ অপরাহ্ন | সারাদেশ

বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিলেট জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য মনোনীত হয়েছেন দক্ষিণ সুরমা উপজেলার ৫নং সিলাম ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের কৃতি সন্তান মোঃ রাসেল আহমেদ। জেলা যুবলীগের সদস্য পদ লাভ করায় রাসেল আহমেদ কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আওয়ামী লীগের সকল আন্দোলন সংগ্রামের দায়িত্বশীলতার সাথে অংশ গ্রহণ করেছেন। এছাড়াও দীর্ঘদিন থেকে সিলেট জেলা যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে
রাসেল আহমেদ করোনা মহামারী এবং ভয়াবহ বন্যা সহ দেশের যে কোন দুর্যোগের সময় সহায়তা নিয়ে মানুষের কল্যাণে কাজ করেছেন। জেলা যুবলীগের সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভাবে অংশ গ্রহণ করায় কাজের স্বীকৃতি স্বরূপ তাকে জেলা যুবলীগের সদস্য পদ দেয়া হয়েছে।
রাসেল আহমেদ সিলাম ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি, সমাজসেবী যুক্তরাজ্য প্রবাসী মাহমুদ আলী ও আফসানা বেগমের ছেলে।
সিলেট জেলা যুব লীগের পূর্ণাঙ্গ কমিটির সদস্য হওয়ায় রাসেল আহমেদ বাংলাদেশ আওয়ামীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মইনুল হোসেন খান নিখিল, সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক শামীম আহমদ এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
দায়িত্ব পালনে রাসেল আহমেদ সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।