আমরা বেঘোরে প্রাণ দিতে খুবই আগ্রহী!

 প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ০৫:১২ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার

আমরা বেঘোরে প্রাণ দিতে খুবই আগ্রহী!

(এহছান খান পাঠান) :

৩১ ডিসেম্বর, ২০১৯। চীনের উহান শহরে এদিন ধরা পড়েছিল নতুন এক ভাইরাস, পরে যার নাম দেয়া হয় নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯।
গতকাল ছিল ৩১ মার্চ ২০২০ । এই তিন মাসে করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত আট লাখ মানুষ, প্রাণ হারিয়েছেন ৪০ হাজারেরও বেশি। আক্রান্তদের মধ্যে গড়ে ৫ শতাংশ রোগী মারা যাচ্ছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন মাত্র ১ লাখ ৭৪ হাজার ৩৫৯ জন।

বাংলাদেশ সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর দেয়া তথ্য অনুযায়ী, গতকাল ৩১ মার্চ ২০২০ মঙ্গলবার পর্যন্ত করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৫১ জন। এর মধ্যে মারা গেছেন ৫ জন। অর্থাৎ আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার প্রায় ১০ দশমিক ৪ শতাংশ। সুস্থ হয়েছেন ২৫ জন। এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
সাধারন গনিত জানা থাকলে আমরা হিসেব করতে পারি ১৩৩৮ জনে ৫১ জন করোনা পজিটিভ। সেমতে ১৩৩৮০ জনের নমুনা সংগ্রহ করা গেলে হয়তো ৫১০ জন আক্রান্ত থাকতে পারতো!!
সরকারের তরফ থেকে বার বার ঘরে থাকতে বলা, সাধারণ ছুটি ঘোষনার পরও জনগনের বাইরে বের হওয়ার প্রবণতা দেখে আমার মনে হচ্ছে আমরা বেঘোরে প্রাণ দিতে খুবই আগ্রহী!

(এহছান খান পাঠান : বার্তা সম্পাদক, দৈনিক অর্থনীতির কাগজ)

মিডিয়া কর্নার এর আরও খবর: