সামাজিক উন্নয়নে কাজ করছেন যুবলীগ নেতা শাহীন মালুম

 প্রকাশ: ১৪ জুলাই ২০২৩, ০৪:৫০ অপরাহ্ন   |   সফলতার গল্প

সামাজিক উন্নয়নে কাজ করছেন যুবলীগ নেতা শাহীন মালুম


শাহীন মালুম বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক। ২০১২ সালের কমিটিতে তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি একজন রাজনীতিবিদ, একজন সমাজকর্মী এবং একজন ব্যবসায়ী। একজন রাজনীতিবিদ হয়ে শাহীন মালুম মানুষের জন্য কাজ করছেন। কিশোর বয়স থেকেই সমাজের উন্নয়নে নানাভাবে কাজ করে যাচ্ছেন। রাজনীতিবিদ বা সমাজকর্মী হিসাবে  পরিচয় ছাড়াও তিনি নিজেকে একজন ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি গণমানুষের চাহিদা পূরণের জন্য বেশ কয়েকটি কোম্পানি স্থাপন করেছেন। শাহীন মালুম, মালুম গ্রুপ ও পূর্বাচল মেডিলাইফ স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি মালুম ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড, পূর্বাচল মালুম সিটি এবং পূর্বাচল ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও, তিনি B.A.B ব্রিক ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।



মালুম ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড একটি শীর্ষস্থানীয় কোম্পানি যা ক্রয়-বিক্রয় এজেন্ট হিসাবে কাজ করছে, যা এই সেক্টরে একটি বিশাল সুযোগ খুলেছে। শাহীন মালুম সব সময় মানুষের কল্যাণের কথা ভাবেন। শুধু রাজনীতিবিদ হিসেবেই নয়, তিনি একজন মানুষের মতোই চিন্তা করেন; সকল সক্ষম ব্যক্তিদের উচিত সমাজ ও জনগণের প্রতি তাদের দায়িত্ব পালন করা। নারায়ণগঞ্জ জেলার একজন সাধারণ ছেলে শাহীন মালুম। কম বয়সেই তিনি ছাত্র রাজনীতিতে জড়িত ছিলেন। শাহীন মালুম ১৯৯২ সালে ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতি শুরু করেন। তৃণমূলে ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি।  আওয়ামী লীগের রাজনীতিতে বরাবরই সক্রিয় অবস্থান ছিল শাহীন মালুমের। দলীয় সব কর্মসূচিতে তার রয়েছে সরব উপস্থিতি।  জাতির পিতা যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তার অংশীদার হতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। সেই স্বপ্নই তাকে আওয়ামী লীগের অঙ্গীভূত করেছে, আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের নেতা হয়েছেন। শাহীন মালুম দেশের সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করে এমন অনেক সংস্থার সাথেও যুক্ত।


সফলতার গল্প এর আরও খবর: