রূপসায় ২০০ গ্রাম গাঁজা সহ ৩ যুবক গ্রেফতার

 প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ০৯:৩৭ অপরাহ্ন   |   আইন-আদালত-অপরাধ

রূপসায় ২০০ গ্রাম  গাঁজা সহ ৩ যুবক গ্রেফতার


রূপসা প্রতিনিধি:

খুলনার রূপসা থানার আইচগাতি ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে সোহানুর রহমান সোহান  (২২ ) নামে  এক মাদক বিক্রেতা  কে ১০০গ্রাম গাঁজাসহ  গ্রেপ্তার করেছে।


গ্রেফতারকৃত সোহান রূপসা  উপজেলার আইচগাতি গ্রামের কামারপাড়া মোশারফ খার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।


এছাড়া সোহান ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার বকশিপুর গ্রামের মিনারুল ইসলামের ছেলে।


মামলা সূত্রে জানাযায়,   আইচগাতি ক্যাম্প পুলিশের ইনচার্জ  এসআই নকিব ইকবাল  গত ৯ জুলাই  ১১টা ২৫ঘটিকায়  মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বের হয়ে সেনেরবাজার এলাকায়  পৌছালে   গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে আইচগাতি ইউনিয়নের  কামারপাড়া গ্রামস্থ মজিবর সরদার এর বাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে।

এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায়  পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেলে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে এসময় সোহান নামে এক যুবক কে আটক করে।

আটককৃত যুবকের  দেহ তল্লাশি করে  তার পরিহিত ট্রাউজার এর পকেট থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করে তাকে গ্রেফতার করা হয়।


এছাড়া পুলিশ আরো জানায়, উক্ত যুবক বিভিন্ন স্থান হইতে  মাদকদ্রব‍্য  সংগ্রহ করিয়া সে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়া বিক্রয় করে বলে প্রাথমিকভাবে সে স্বীকার করে।


এস আই নকীব ইকবাল বাদী হয়ে তার  বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন। যার নং ৮, তাং- ১০/৭/২৩ ।


এছাড়া শিয়ালী ক্যাম্প পুলিশের এসআই হাবিবুর রহমান অভিযান চালিয়ে দুই যুবককে ১০০  গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন অমিত কুমার দাস৩১) পিতা-বিষ্ণুপদ দাস   ও শন্তু মালাকার(২০)  পিতা সুকান্ত মালাকার উভয় সং- শিয়ালি।

এজার সূত্রে জানাগেছে,

গত ৯/৭/২৩  তারিখ সন্ধ‍্যায় ক‍্যাম্প পুলিশ   মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা ও অস্ত্র উদ্ধার অভিযানে শিয়ালি বাজারে অবস্থান কারাকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে রূপসার গোয়াড়া সাকিস্থ  জিরো পয়েন্ট এলাকায় অনুপ মহলের চায়ের দোকানের পূর্ব পাশে রাস্তার উপর মাদকদ্রব্য  ক্রয় বিক্রয় হচ্ছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে।এ সময় পুলিশ  উক্ত যুবকদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে তাদের দেহ তল্লাশি করে অমিত কুমার দাসের নিকট থেকে ৬০গ্রাম ও শন্তু মালাকার এর নিকট থেকে ৪০গ্রাম গাজা উদ্বার করা হয়।

গ্রেফতারকৃত যুবকরা জানায় বিভিন্ন স্থান হইতে গাঁজা সংগ্রহ করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়া ক্রয় বিক্রয় করে আসিতেছে বলে স্বীকার করে।


এ ব্যাপারে পুলিশের ইনচার্জ এসআই হাবিবুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন মামলা নং৬,তাং-১০/৭/২৩।

আইন-আদালত-অপরাধ এর আরও খবর: