কালীগঞ্জে প্রকৌশলী বেলালের দূর্ণীতি অনুসন্ধ্যানে মাঠ পর্যায়ে তদন্ত কমিটি

 প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ০৮:২৪ অপরাহ্ন   |   আইন-আদালত-অপরাধ

কালীগঞ্জে প্রকৌশলী বেলালের দূর্ণীতি অনুসন্ধ্যানে মাঠ পর্যায়ে তদন্ত কমিটি

সামসুল হক জুয়েল (গাজীপুর) : গাজীপুরের   কালীগঞ্জ   উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার ভূয়া প্রকল্প দেখিয়ে সীমাহীন দূর্নীতির মাধ্যমে উপজেলার তুমলিয়া, নাগরী ও বক্তারপুর ইউনিয়নের ৬টি প্রকল্পের কাজ না করে সরকারের লাখ লাখ টাকা আত্মসাতের বিষয়ে বিভিন্ন স্থাণীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ   প্রকাশের   পর   অনুসন্ধ্যানে   নেমেছে   স্থাণীয়   সরকার   অধিদপ্তর, ঢাকা। সোমবার (১০ জুলাই) স্থাণীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ঢাকা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোহাম্মদ রেজাউল করিম,   নির্বাহী   প্রকৌশলী   মো.   আব্দুল   কাদের,   গাজীপুর   জেলার নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল বারেক ও প্রধান কার্যালয়ের উচ্চমান সহকারী মো. অলীউল ইসলাম সরেজমিনে প্রকল্পগুলো পরিদর্শন করেন। এসময় অভিযুক্ত কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার উপস্থিত ছিলেন। অনুসন্ধ্যানকালে   দেখা   যায়,   উপজেলার  নাগরী   ইউনিয়নের  পিপুলিয়া দক্ষিণপাড়া   আবুল   বাসারের   কবরস্থান   থেকে   সামছুলের   বাড়ী   পর্যন্ত পুরাতন ব্রিক ফ্যাট সলিং মেরামত কাজ করার জন্য ৩ লাখ ৫২ হাজার ২শত ৪০   টাকা   ও   পিপুলিয়া   দক্ষিণপাড়া   ফারুকের   বাড়ী   থেকে   মোতালেব ভুইয়ার বাড়ী পর্যন্ত রাস্তায় পুরাতন ব্রিক সলিং মেরামত কাজ করার জন্য ২০ লাখ ৬৭ হাজার টাকা বরাদ্ধ প্রদান করা হয়। উপজেলা প্রকৌশলী মো.বেলাল হোসেন সরকার তার পছন্দের ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে  সম্পূর্ন টাকা উত্তোলন এবং আত্মসাতের অভিযোগ করা হয়। উক্ত রাস্তা দুটি স্থাণীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ঢাকা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী  (চলতি  দায়িত্ব)  মোহাম্মদ  রেজাউল করিম,  নির্বাহী প্রকৌশলী   মো.   আব্দুল   কাদের,   গাজীপুর   জেলার  নির্বাহী   প্রকৌশলী মো. আব্দুল বারেক ও প্রধান কার্যালয়ের উচ্চমান সহকারী মো. অলীউল ইসলাম সরেজমিনে পরিদর্শন করেন। এ বিষয়ে  স্থাণীয়  সরকার   প্রকৌশল  অধিদপ্তর,   ঢাকা  বিভাগের  অতিরিক্ত প্রধান   প্রকৌশলী   (চলতি   দায়িত্ব)  মোহাম্মদ   রেজাউল   করিম   জানান, কালীগঞ্জ   উপজেলা   প্রকৌশলী   মো.   বেলাল   হোসেন   সরকারের   বিরুদ্ধে দূর্নীতি  ও   সরকারী  লাখ   লাখ   টাকা  আত্মসাতের বিষয়ে   সরেজমিনে তদন্ত চলছে। আজ কয়েকটি প্রকল্প পরিদর্শন করেছি। তদন্ত কাজ অব্যাহত রয়েছে।


আইন-আদালত-অপরাধ এর আরও খবর: