শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
প্রকাশ: ২২ মে ২০২৩, ০৭:৫০ অপরাহ্ন | সারাদেশ
শামসুল কাদির মিছবাহ (সুনামগঞ্জ):
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি নেতা কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে ও হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদঁকে গ্রেপ্তারের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২২ মে) বিকাল ৪টায় শহরের রমিজবিপণিস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুনামগঞ্জ পৌরসভা চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত প্রমুখ।
উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম শামীম, অ্যাড. চান মিয়া, অ্যাড. নজরুল ইসলাম, আবুল কালাম, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্দু চৌধুরী বাবুল, আওয়ামী লীগ নেতা শঙ্কর চন্দ্র, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, আওয়ামী লীগ নেতা অমল কর, সবুজ কান্তি দাস, অ্যাড. বিমান কান্তি রায়, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুয়েব চৌধুরী, সহ-সভাপতি ঝন্টু তালুকদার, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল হোসেন, অ্যাড. শুকুর আলী, অ্যাড. আব্দুল অদুদ, যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন নাহিদ, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক লিটন সরকার, সাহিন রেজা, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর, সিনিয়র সহ-সভাপতি লিখন আহমেদ, যুবলীগ নেতা শুভ বণিক, সাহিন হোসেন প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবেই আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে বিএনপি। তাদের রাজনৈতিকভাবে রাজপথে মোকাবিলা করা হবে। বিএনপি যদি ষড়যন্ত্রের রাজনীতি থেকে বের হয়ে না আসে, তাহলে আগামীতে শান্তি সমাবেশ শুধু হবে না, জনগণকে সঙ্গে নিয়ে বিএনপিকে প্রতিহত করা হবে। সমাবেশ থেকে আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

