নিরাপদ আম পরিবহনে সাতক্ষীরায় সদাগর এক্সপ্রেসের মতবিনিময় সভা
প্রকাশ: ০১ মে ২০২৩, ০৯:২২ অপরাহ্ন | ভিন্ন খবর

সাতক্ষীরার আম নিরাপদ পরিবহনের লক্ষ্যে সদাগর এক্সপ্রেস কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস লিমিটেডের আয়োজনে আসন্ন আম মৌসুমে সেবা প্রদানের লক্ষ্যে এজেন্ট, প্রতিনিধি ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ মে) বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা শহরের হোটেল টাইগার প্লাসের হলরুমে চেম্বার অব কমার্স, সাতক্ষীরার পরিচালক শেখ শাহিনূর রহমান বাবুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদাগর এক্সপ্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ।
সদাগর এক্সপ্রেস লিমিটেড সাতক্ষীরার মার্কেটিং ম্যানেজার শেখ সিরাজুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদাগর এক্সপ্রেস লিমিটেডের প্রধান পরিচালনা কর্মকর্তা মো. ইমদাদুল ইসলাম, বিজনেস ডেভলপমেন্ট ও এজিএম মো. মাসুম বিল্লাহ, সদাগর এক্সপ্রেস লিমিটেড যশোরের এজিএম মো. সাহাদাড হোসেন, সদাগর এক্সপ্রেস লিমিটেড ফরিদপুরের ম্যানেজার নূর ইসলাম, সাতক্ষীরার ম্যানেজার জুবায়ের রহমান, এজেন্ট, প্রতিনিধি ও ব্যবসায়ীদের মধ্যে শেখ হাসানাত মোস্তফা টফি মো. আব্দুস ছালাম, মাও. মো. রমজান আলী, মো. রাজু আহমেদ, মো. আব্দুর রাজ্জাক, গোলাম রসুল, অসিম সাধু, জি এম হেলাল প্রমুখ।
সদাগর এক্সপ্রেস লিমিটেড আসন্ন আম মৌসুমে নিরাপদ পরিবহন সেবা দিতে প্রস্তুত। যথাসময়ে কাস্টমারের কাছে পৌঁছে দিব।সেজন্য আপনারা আমের ক্যারেট বা প্যাকেটগুলোর প্যাকেজিং ভাল মানের করবেন। তাহলে আম আর নষ্ট হবে না। বর্তমান সারাদেশে সদাগর এক্সপ্রেস লিমিটেডের মোট ১৭২ টি শাখা আছে। যাতে প্রায় দেড় হাজার জন কর্মরত আছেন। যার শুরুটা খুবই কঠিন ছিল। মাত্র ১৭ মাসেই দেশের মানুষের মাঝে স্থান করতে পেরেছি। আর আপনাদের সহযোগিতা পেলে আরো এগিয়ে যাবে সদাগর এক্সপ্রেস কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস লিমিটেড।