রমজানে পড়ুন 'দ্য আর্ট অব পিস' এবং 'দ্য সিক্রেট অব সাকসেস'

 প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন   |   ভিন্ন খবর

রমজানে পড়ুন 'দ্য আর্ট অব পিস' এবং 'দ্য সিক্রেট অব সাকসেস'

সম্প্রতি ইসলামী গবেষক ও লেখক রিয়াজুল হকের 'দ্য আর্ট অব পিস' এবং 'দ্য সিক্রেট অব সাকসেস' নামে দুটি বই প্রকাশিত হয়েছে। অন্বেষা প্রকাশন থেকে দ্য আর্ট অব পিস' বইটি প্রকাশিত হয়েছে এবং প্রচ্ছদ করেছেন মো. জহিরুল হক। অন্যদিকে পরিবার পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে 'দ্য সিক্রেট অব সাকসেস' এবং প্রচ্ছদ করেছেন মৌমিতা রহমান। বই দুটি প্রসঙ্গে লেখক রিয়াজুল হক বলেন, পবিত্র রমজান মাস চলছে। রমজান মাস গুনাহ মাফের সময়, নিজেকে সংশোধনের সময়, ইবাদতের সময়। আর এসব কিছুর জন্যই সবার আগে প্রয়োজন অন্তরের পিস বা শান্তি। সেটা আপনি জানতে পারবেন 'দ্য আর্ট অব পিস' বইটির মাধ্যমে কারণ বইটি লেখা হয়েছে পবিত্র কুরআনের আলোকে। আর দুনিয়ায় শান্তি যদি আপনি পেয়ে যান, তবে দুনিয়া ও আখিরাতের সাকসেস এর জন্যেও নিয়জিত রাখতে পারবেন। দুনিয়া ছেড়ে দিয়ে নয়, আখিরাতের সাথে সাথে দুনিয়ায়ও সাকসেস অর্জন সম্ভব, যদি আমরা পবিত্র কুরআন ও হাদিসের দেখানো পথ যথাযথ মেনে চলতে পারি। এজন্যই পবিত্র কুরআন ও হাদিসের আলোকে লেখা হয়েছে 'দ্য সিক্রেট অব সাকসেস' বইটি। বই দুটি রকমারি সহ বিভিন্ন অনলাইন সাইটে পাওয়া যাচ্ছে।


ভিন্ন খবর এর আরও খবর: