কিডস' হবে নতুন উদ্যোক্তাদের জন্য সবচেয়ে সেরা আইকন প্রতিষ্ঠান -আরিফ
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২০, ০৩:৫৪ অপরাহ্ন | মিডিয়া কর্নার

দক্ষিন এশিয়ায় প্রথম শিশু গণমাধ্যম প্রতিষ্ঠান ' কিডস মিডিয়া ' আরিফের হাত ধরে ২০১৪ সাল থেকে ই একের পর এক সাফল্য দেখিয়ে দেশের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে পেয়েছে প্রশংসা।
কিডস' প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরিফ এই প্রতিবেদককে বলেন, কিডস মিডিয়ার সাফল্য পাওয়ার পর এইবার আনা হচ্ছে আরও বেশকিছু প্রতিষ্ঠান।নতুন দশজন উদ্যোক্তা নিয়ে আরিফ বলেন,তারা প্রত্যেকে ই এখন ব্যাস্ত প্রথম প্রোজেক্ট বাস্তবায়ন নিয়ে।নির্দেশনা আমি দিলেও সকল কাজ তাদের দিয়ে করানো হচ্ছে। এতে তারা প্রতিনিয়ত যেমন শিখছে তেমনি স্কিলড বাড়ছে প্রত্যেকের৷নতুন উদ্যোক্তাদের আগ্রহ কেমন দেখছেন এই প্রতিবেদকের এমন প্রশ্নে আরিফ বলেন, উম! একটা টিমে সব খেলোয়াড় ই ভালো থাকেনা আর যেহেতু সবাই তারা নতুন তাদের মানসিক শক্তি বাড়াতে কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রথম প্রোজেক্ট বাস্তবায়ন শেষ করার পর দেশের শীর্ষস্থানীয় ব্যাবসায়ী, বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক,সাংবাদিক,
করপোরেট জগতের স্বনামধন্য অফিসার গ্রুমিং করাবেন এই দশ নতুন উদ্যোক্তাকে। তারপর কিডস' দ্বিতীয় প্রোজেক্ট বাস্তবায়ন শুরু করবে বলে জানালেন কিডস' প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরিফ।উই রেসপেক্ট ইউর চয়েজ ' স্লোগানে বাংলাদেশ ও বাইরে জনপ্রিয়তা পাওয়া ' কিডস' দ্রুত আসবে বলেও নিশ্চিত করা হয় এইসময়। কিডস' আইন উপদেষ্টা মনিরুজ্জামান মনির এই প্রতিবেদককে বলেন,আরিফের হাত ধরে আমি বিশ্বাস করি এই দশজন নতুন উদ্যোক্তা সফলতা পাবে পাশাপাশি অসংখ্য মানুষের কাজের ব্যবস্থা হবে৷