অফিস প্রধান ক্যাটাগরিতে ‘শুদ্ধাচার পুরস্কার’ পেলেন উপপ্রধান তথ্য অফিসার জাভেদ ইকবাল

 প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২০, ০৪:১২ অপরাহ্ন   |   মিডিয়া কর্নার

অফিস প্রধান ক্যাটাগরিতে ‘শুদ্ধাচার পুরস্কার’ পেলেন উপপ্রধান তথ্য অফিসার জাভেদ ইকবাল

খুলনা আঞ্চলিক তথ্য অফিসের প্রধান কর্মকর্তা, উপপ্রধান তথ্য অফিসার জাভেদ ইকবাল অফিস প্রধান ক্যাটাগরিতে ‘শুদ্ধাচার পুরস্কার’ পেয়েছেন। তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে তথ্যসচিব কামরুন নাহার অফিস প্রধান ক্যাটাগরিতে জাভেদ ইকবাল এর হাতে ‘শুদ্ধাচার পুরস্কার’ এর সনদপত্র এবং নগদ অর্থ তুলে দেন। প্রধান তথ্য অফিসার (ডানে) সুরথ কুমার সরকার এবং সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রেস) মো. শাহেনুর মিয়া এ সময় উপস্থিত ছিলেন। 

উপপ্রধান তথ্য অফিসার জাভেদ ইকবাল তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, "এই স্বীকৃতি যেমন আনন্দের তেমনি কাজের প্রতি আরও দায়িত্বশীল করলো। কৃতজ্ঞতা উর্ধ্বতনের প্রতি, শুভকামনা সকলের প্রতি।"

মিডিয়া কর্নার এর আরও খবর: