বঙ্গবন্ধুকে নিয়ে ঈমাম হোসেন গাজী এর কবিতা "মৃত্যুও তোমার কাছে পরাজিত"
প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ০৯:১০ অপরাহ্ন | জন্মদিন

মৃত্যুও তোমার কাছে পরাজিত
--------ঈমাম হোসেন গাজী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তুমি এক বহমান নদী
বয়ে চলেছো নিরবধি।
তোমার হৃদয়ে ছিল
মহাসাগরের বিশালতা,
সেই মহান হৃদয়ে
তুমি ধারণ করেছ
হিমালয়সম উচ্চতা।
তুমি শতাব্দীর মহানায়ক।
আলীগড়ি পায়জামা,
সফেদ পাঞ্জাবী,
কালো মুজিব কোট,
ব্যাক ব্রাশ করা সাদা-কালো চুল,
কালো ফ্রেমের ভারী চশমা,
পুরো গোঁফের নীচে,
দুই ঠোঁটের কোনে
তামাকের কালো পাইপ সমেত,
৫ ফুট ১১ ইঞ্চির দীর্ঘ দেহী
সবচাইতে রুপবান বাঙালি সুপুরুষ।
বাঙালির প্রাণ পুরুষ,
বাঙালির আলোকবর্তিকা,
বাংলার বাতিঘর।
তোমার সফেদ পাঞ্জাবী
আজ স্বাধীন বাংলার
সুনীল আকাশ,
যেখানে মুক্ত বিহঙ্গরা ডানা মেলে -
নব আনন্দে, নতুন উচ্ছ্বাসে,
পরাধীনতার গ্লানি ভুলে -
স্বাধীনতার স্বাদ নিতে।
ঊর্ধ্ব গগণ পানে –
তোমার দীর্ঘ প্রসারিত হাতের
তর্জনী নির্দেশ,
আজ বিশ্ব দরবারে
স্বাধীন বাংলাদেশের
শৌর্যবীর্য ও সমৃদ্ধির
মূর্ত প্রতীক।
তোমার ৭ই মার্চের তেজোদ্দীপ্ত
অমর কবিতা-
আজ সারা পৃথিবীর
মুক্তিকামী-সংগ্রামী জনতার
অনুপ্রেরণার উৎস।
সেদিন-
তোমার অবিনাশী বাঁশির সুরে
মুগ্ধ হয়ে,
হায়েনার অব্যর্থ কামানের সামনে,
বুক চিতিয়ে দাঁড়িয়ে ছিলো
৭ কোটি নিরীহ-নিরস্ত্র –
ভুখা-নাঙ্গা বাঙালি।
হাসি মুখে, অকুতোভয়ে
মৃত্যুকে করেছিলো আলিঙ্গন।
সেদিন -
বজ্র কণ্ঠে তোমার ঘোষিত -
মানবতার মুক্তির অলিখিত ইশতেহারে
আজো উজ্জীবিত হয়,
পৃথীবির ৭০০ কোটি মানুষ ।
তোমার কালো ফ্রেমের
ভারী চশমা জোড়া দিয়ে
আজ আমরা দেখি,
তোমারই প্রাণ প্রিয় –
সোনার বাংলার ছবি।
টেকনাফ থেকে তেঁতুলিয়া,
রুপসা থেকে পাথুরিয়া,
বঙ্গবন্ধু, তুমি আছ জেগে,
লাখো কোটি আপামর জনতার
হৃদয়ের গহীন কোনে।
কৃষকের লাঙ্গলের ফলায়,
কৃষাণির মায়াবী আঁচলে,
শ্রমিকের তপ্ত ঘামে,
কামার কুমার জেলে তাঁতীর সুনিপুণতায়,
প্রতিবাদী যুবার ঝাঁজালো শ্লোগানে,
করুন কেরানির নিরেট বয়ানে,
পদস্ত আমলার সারগর্ভ অনুশাসনে,
প্রাজ্ঞ বুদ্ধিজীবীর সুচিন্তিত মতামতে,
নির্ভীক নিরপেক্ষ সম্পাদকীয়তে,
সার্বভৌম স্বাধীন বিচারিক আদালতে,
মেধাবী ছাত্রের শাণিত কলমে,
খেলার মাঠে বাংলা বাঘ- এর গর্জনে,
তরুণ কবির স্বপ্নের ফানুসে,
শিল্পীর রং তুলি আর ক্যানভাসে,
বাউলের একতারাতে,
শিশুর টোল পড়া গালের
নির্মল হাসিতে,
কিশোরের নিঃসংকোচ দুরন্তপনায়,
কিশোরীর চটুল চাহনিতে,
মায়ের নিঃস্বার্থ ভালবাসায়,
বাবার সর্বস্ব উজাড় করা আদরে,
শিক্ষকের সুললিত ভাষণে,
সৈনিকের দুর্বার শৌর্যে,
বন্ধুর সুদৃঢ় আলিঙ্গনে,
ভাইয়ের স্নেহ মাখা বুকে,
বোনের সুমধুর মমতায়,
প্রেমিক যুগলের স্বপ্নের ভেলায় –
দ্রোহ ও প্রেমে,
পাখির কলতানে,
সবুজের সমারোহে,
গোলাপের সুমিষ্ট সৌরভে,
কোথায় নেই তুমি, বঙ্গবন্ধু?
সারা পৃথিবীর মুক্তিকামী
জনতার মুখরিত মিছিলে,
শস্যের অবারিত মাঠে,
ফসলের সোনালী আভায়,
স্বাধীন – জয় বাংলার
সাতান্ন হাজার বর্গমাইল জুড়ে,
তোমার রক্তে ভিজে উর্বর হওয়া
প্রতি কণা পলি মাটিতে,
লাখো মানুষের রক্তে কেনা
লাল সবুজ পতাকাতে,
বয়সের ভারে ন্যূজ অকুতোভয়
মুক্তিযোদ্ধার ধূসর দৃষ্টিতে,
তুমি আছো মিশে।
হে পিতা,
আমাদের যাপিত জীবনে,
প্রতিটি রক্ত কণাতে,
প্রতিটি নিশ্বাসে,
তুমি বিরাজিত, সর্বত্র।
মৃত্যুও –
তোমার কাছে হয়েছে পরাজিত।
(১৭ মার্চ, ২০২১)