তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য রোহিঙ্গাদের অনুদান
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২৩, ১১:১৭ পূর্বাহ্ন | ভিন্ন খবর

দক্ষিণ-পূর্ব তুরস্কের ভূমিকম্পে বেঁচে যাওয়াদের জন্য ৭০০ কম্বল ও ২০০ জ্যাকেট অনুদান দিয়েছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা।
আনাদুলু নিউজ এজেন্সির বরাত দিয়ে বুধবার (১৫ ফেব্রুয়ারি) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানায়, কক্সবাজারের ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীরা এই অনুদানের নগদ অর্থ অর্থ প্রদান করেছে। সেই অর্থ দিয়েই এই কম্বল ও জ্যাকেট কেনা হয়েছে। পরে সেগুলো ঢাকায় অবস্থিত তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার অফিসে পৌঁছে দেওয়া হয়।
এ বিষয়ে রোহিঙ্গা শরণার্থীদের নেতা সাহাত জিয়া হিরো বলেন, আমাদের সংকটের শুরু থেকেই তুরস্ক প্রাথমিক সাহায্য প্রদানকারী দেশ। আমাদের প্রিয় বন্ধুর এমন বিপর্যয়ের সময় আমরা নিষ্ক্রিয় হয়ে বসে থাকতে পারি না।
তিনি বলেন, আমরা এখানে উদ্বাস্তু। বেঁচে থাকার জন্য আমরা অন্যদের অনুদান ও সহায়তার ওপর নির্ভরশীল। কিন্তু আমাদের এই উপহার তুর্কি ভাই ও বোনদের প্রতি সীমাহীন ভালোবাসা এবং সংহতি বহন করে।