হিযবুত তাহরীরের শীর্ষ নেতা আটক

 প্রকাশ: ২২ জানুয়ারী ২০২৩, ১০:৫৫ পূর্বাহ্ন   |   আইন-আদালত-অপরাধ

হিযবুত তাহরীরের শীর্ষ নেতা আটক

দীর্ঘ ১১ বছর ধরে পলাতক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ নেতা তৌহিদুর রহমান তৌহিদকে (৩২) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।


শনিবার (২১ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।



র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক মো. ফজলুল হক জানান, আটক তৌহিদ হিযবুত তাহরীরের শীর্ষ নেতা এবং দাওয়াতি ও অর্থ বিভাগের অন্যতম দায়িত্বপ্রাপ্ত। ঢাকার হাজারীবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত একটি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি তৌহিদ ছদ্মবেশে ১১ বছর ধরে আত্মগোপনে ছিলেন।


অবশেষে শনিবার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গীবাদী বই প্রচার ও তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিলেন।


আটক তৌহিদের নামে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তার কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে তার সহযোগীদের আটকের চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



আইন-আদালত-অপরাধ এর আরও খবর: