সুনামগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন: প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মিছবাহ
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ১১:৪৭ অপরাহ্ন | মিডিয়া কর্নার

সুনামগঞ্জ প্রতিনিধি:
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সুনামগঞ্জ প্রেসক্লাবের ২০২২ সালের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক অর্থনীতির কাগজ ও কিংসনিউজের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক সুনামকণ্ঠের সিনিয়র রিপোর্টার শামসুল কাদির মিছবাহ নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৪৩ জন সদস্য ও ভোটের বিপরীতে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। শতভাগ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন, জেলা তথ্য অফিসার মো. আব্দুছ ছাত্তার, সদস্য প্রভাষক দুলাল মিয়া ও অ্যাডভোকেট ড. জিয়াউর রহিম শাহীন।
উল্লেখ্য, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত সুনামগঞ্জের ঐতিহ্যবাহী এই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় সুধিমহলসহ সকল মহলের প্রশংসা কুড়িয়েছে।