ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক নিযুক্ত হলেন ড. জিয়া রহমান
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৫ পূর্বাহ্ন | সফলতার গল্প

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. জিয়া রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক নিযুক্ত হয়েছেন ।
কানাডার ক্যালগেরি বিশ্ববিদ্যালয় এ পিএচডি শেষে অধ্যাপনায় যোগ দিয়ে ভালই সময় কাটছিলো ড. জিয়া রহমান এর। দেশ আর দেশের মানুষের জন্য কিছু করার প্রত্যাশায় ফিরে এলেন দেশে। যোগ দিলেন পুরনো কর্মক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ এ। ভিন্নতর কিছু করার প্রত্যয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন বিভাগ “ডিপার্টমেন্ট অব ক্রিমিনোলজি” খোলায় অগ্রনী ভুমিকা পালন করে সফল হলেন। “ডিপার্টমেন্ট অব ক্রিমিনোলজি” এর চেয়ারপার্সন এর দায়িত্ব নিয়ে শুধুমাত্র একজন সমাজবিজ্ঞানী হিসেবে বসে না থেকে কাজ করছেন সমাজে সংগঠিত অপরাধ, অপরাধের পেছনের কাহিনী, অপরাধীদের নিয়ে। চৌকষ আইনশৃঙ্খলা বাহীনীর সদস্য, সাংবাদিক, সমাজকর্মী, মানবাধিকার কর্মীদের নিয়ে ছুটে চলেছেন অপরাধের কারণ নির্নয় করে অপরাধমুক্ত, সন্ত্রাসমুক্ত উন্নত সমাজব্যবস্থা তথা সুখী সমৃদ্ধ রাষ্ট গঠনের প্রত্যয় নিয়ে। শুধু দেশেই নয় আন্তর্জাতিক বিশ্বে একজন সমাজবিজ্ঞানী হিসেবে সমাদৃত হচ্ছেন ড. জিয়া রহমান।