গৌরীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধুর আত্মহত্যা
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ০২:৪৯ পূর্বাহ্ন | সারাদেশ
শামীম খান (গৌরীপুর, ময়মনসিংহ):
ময়মনসিংহের গৌরীপুরে মদিনা আক্তার (৩৫) নামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধু ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করেছে।
শুক্রবার (২৮ অক্টোরব) দুপুরে উপজেলা ভাংনামারী ইউনিয়নের চর ভোলার আলগি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মদিনা আক্তার ওই এলাকার হারুন অর রশিদের স্ত্রী।
গৌরীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, মদিনা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। সে বেশ কয়েকদিন যাবত প্রতিবেশি ও তার পরিবারের লোকজনের কাছে মারা যাব, মারা যাব বলতেন। ঘটনার দিন দুপুরে নিজ রান্না ঘরে রশি দিয়ে ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করেন। পরে তার মেয়ে দেখে কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এসআই কামাল আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।