‘শব্দ সন্ত্রাস’ বন্ধের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

 প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৫:১৭ অপরাহ্ন   |   মিডিয়া কর্নার

‘শব্দ সন্ত্রাস’ বন্ধের দাবিতে  চট্টগ্রাম  প্রেস ক্লাবের সামনে মানববন্ধন



জাহেদ কায়সার (চট্টগ্রাম) :

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে  ‘আর নয় শব্দ সন্ত্রাস’ স্লোগানকে সামনে রেখে হাইড্রোলিক হর্ন বন্ধের দাবিতে শনিবার  ( ৩ সেপ্টেম্বর)  সকাল ১১টায়  চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে  মানববন্ধনে অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তারা বলেন -

শব্দ বোমা "হাইড্রলিক হর্ণ" মুক্ত বাসযোগ্য পরিবেশ চাই। হাইড্রলিক হর্ণ ব্যবহারকারী শব্দ সন্ত্রাসদের নিয়ন্ত্রণ করা না গেলে এই রাষ্ট্রের রাস্তাঘাট মানুষের নিরাপদের চলাচলের অযোগ্য হয়ে পরবে অচিরেই।


হাইড্রোলিক হর্নকে ‘শব্দ সন্ত্রাস’ উল্লেখ করে বক্তারা  বলেন, শব্দ দূষণের মাধ্যমে এদেশে মানুষ তামাশা করে। উচ্চস্বরে আওয়াজ করে উৎসবে আনন্দ করে। অথচ তারা জানে না, এই দূষণের মাধ্যমে মানুষের কী পরিমাণ ক্ষতি হচ্ছে। বক্তারা আরও বলেন -আমরা শব্দ বোমা "হাইড্রলিক হর্ণ" মুক্ত বাসযোগ্য পরিবেশ চাই। হাইড্রলিক হর্ণ ব্যবহারকারী শব্দ সন্ত্রাসদের নিয়ন্ত্রণ করা না গেলে এই রাষ্ট্রের রাস্তাঘাট মানুষের নিরাপদের চলাচলের অযোগ্য হয়ে পরবে অচিরেই। এই

হাইড্রোলিক হর্ন বন্ধ করতে পারলে শব্দদূষণ অনেকটাই কমে আসবে।


বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম শাখার সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবিব আহসানের সভাপতিত্বে ও মানববন্ধন আয়োজক কমিটির আহ্বায়ক ম. মাহমদুর রহমান শাওনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট সুনীল সরকার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, মানবাধিকার নেতা গোলাম মাওলা মুরাদ প্রমুখ।



মিডিয়া কর্নার এর আরও খবর: