মিট দ্য এক্সপার্টের দ্বিতীয় পর্বে ইয়াসির আজমান

 প্রকাশ: ০৮ এপ্রিল ২০১৯, ০৯:৪৬ অপরাহ্ন   |   সফলতার গল্প

মিট দ্য এক্সপার্টের দ্বিতীয় পর্বে ইয়াসির আজমান

বাংলাদেশের তরুণদের স্বপ্নগুলোকে সত্যি করার লক্ষ্যে এগিয়ে যাওয়ার সাহস ও প্রেরণা জোগাতে প্রথম আলো ও বিএসআরএমের বিশেষ আয়োজন ‘মিট দ্য এক্সপার্ট’। আয়োজনের দ্বিতীয় পর্ব শুরু হতে যাচ্ছে খুব শিগগির। এই পর্বের অতিথি হিসেবে তরুণদের সঙ্গে আড্ডা দিতে আসছেন গ্রামীণফোনের ডেপুটি সিইও এবং সিএমও ইয়াসির আজমান।

প্রথম আলো ও বিএসআরএমের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তরুণদের উদ্দেশে বেশ কিছু পরামর্শ দিয়েছেন তিনি। ইয়াসির আজমানের মতে, সফলতার পেছনে যে বিষয়টি কাজ করে তা হলো সব সময় নতুন কিছু জানার ও শেখার আগ্রহ। সঙ্গে থাকতে হবে বিশাল একটা স্বপ্ন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য করতে হবে কঠোর পরিশ্রম। তিনি বলেন, সবাইকে একদল হয়ে কাজ করতে হবে এবং একই স্বপ্ন বা লক্ষ্য অর্জনের জন্য বিশ্বাস রাখতে হবে। তরুণেরা যদি বিদেশেও কাজ করতে চান সে ক্ষেত্রে তাঁর পরামর্শ, এখন উন্নত প্রযুক্তি ও ইন্টারনেটের কল্যাণে সারা বিশ্ব সম্পর্কে জানা, বিদেশের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করা অনেক সহজ। এই সুযোগ কাজে লাগাতে হবে, সফট স্কিল বা মানবীয় গুণাবলি ও হার্ড স্কিল বা কার্যভিত্তিক দক্ষতা বাড়াতে হবে।

এ রকম আরও অনেক পরামর্শ, আলোচনা এ বং ইয়াসির আজমানের নিজের জীবনের সংগ্রাম-সাফল্য সম্পর্কে জানতে নাম নিবন্ধন করুন ‘মিট দ্য এক্সপার্ট’-এ। নির্বাচিত কয়েকজন পাবেন নাশতার টেবিলে বসে তাঁর সঙ্গে ক্যারিয়ার নিয়ে আলাপনের সুযোগ। 

সফলতার গল্প এর আরও খবর: