যশোরে সাংবাদিকের মোটর সাইকেল ভাংচুর : উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে যশোর প্রেসক্লাব
প্রকাশ: ২৯ অগাস্ট ২০২২, ০২:৪৫ অপরাহ্ন | মিডিয়া কর্নার

প্রেসক্লাব যশোরের সাবেক সহ সভাপতি ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টুর মোটরসাইকেলটি দুর্বৃত্তরা ভাংচুর চালিয়েছে। গতকাল রোববার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের গাড়ি ভাংচুর হয়। খবর পেয়ে এ সংবাদ সংগ্রহের জন্য পেশাদার সাংবাদিকগণ বিএনপিনেতা অমিতের বাড়িতে যান। এসময় একদল উচ্ছৃংখল লোকজন সেখানেও হামলা-ভাংচুর চালায়।এদের হাত থেকে রেহায় পায়নি সাংবাদিক নেতা আনোয়ারুল কবীর নান্টুর মোটরসাইকেলটিও। সন্ত্রাসীরা তার মোটরসাইকেলটি ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া ছাড়াও কয়েকজন সাংবাদিককে নিগৃহিত করে। পরে সন্ধ্যায় প্রেসক্লাব যশোরের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে একই উচ্ছৃংখল চক্রের হাতে লাঞ্ছিত হন আরও কয়েকজন সংবাদকর্মী।
এসব ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে প্রেসক্লাব যশোর। রোববার রাতে ক্লাবের নির্বাহী কমিটির এক জরুরি সভায় এ উদ্বেগ প্রকাশ করে বলা হয়, যশোরে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন বাঁধাগ্রস্ত করে তোলা হচ্ছে। এ ক্ষেত্রে একটি বিশেষ মহল নানাভাবে ইন্ধন যোগাচ্ছে। এ ব্যাপারে রাজনৈতিক মহল ও প্রশাসনকে ইতিবাচক ভূমিকা পালনের আহবান জানানো হয়।
সভায় আরও বলা হয়, এ ধরণের কর্মকান্ড অব্যাহত থাকলে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে। অবিলম্বে এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেয়া না হলে যশোরের সাংবাদিকরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু ও নূর ইসলাম, সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান রিপন, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক তহীদ মনি, কার্যকরী সদস্য শহিদ জয়, জাহিদুল কবীর মিল্টন, ফিরোজ গাজী, কাজী আশরাফুল আজাদ ও সাজেদ রহমান বকুল।#