কিংস নিউজে যোগ দিলেন সাংবাদিক শামীম খান
প্রকাশ: ২৮ অগাস্ট ২০২২, ০৪:৫৫ অপরাহ্ন | মিডিয়া কর্নার

দেশের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টল কিংস নিউজ ২৪ ডটকমে ময়মনসিংহ জেলা প্রতিনিধি হিসাবে যোগদান করেছে বিশিষ্ট সাংবাদিক শামীম খান। চলতি বছরের আগস্ট মাসের প্রথম সপ্তাহে তিনি নতুন এই দায়িত্বে যোগ দেন। শামীম খানের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের নতুন বাজার এলাকায়। তিনি গৌরীপুর প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক।
সাংবাদিকতায় দেড় দশকের ক্যারিয়ের তিনি দৈনিক খবর (গৌরীপুর প্রতিনিধি), দৈনিক স্বজন ( গৌরীপুর প্রতিনিধি), করেছেন। এছাড়াও ময়মনসিংহ জেলায় দৈনিক দেশের খবর ( নিজস্ব প্রতিবেদক, দৈনিক অর্থনীতির কাগজ (নিজস্ব প্রতিবেদক), দৈনিক তৃতীয় মাত্রা (বিশেষ প্রতিনিধি), অনলাইন নিউজপোর্টাল তথ্য প্রতিদিন (সহ সম্পাদক )ও ময়মনসিংহ প্রতিদিন (নিজস্ব প্রতিবেদক) সহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।
শামীম খান বলেন কিংস নিউজ ২৪ ডট কমে দায়িত্ব পাওয়া নিউজপোর্টালের প্রকাশক মনিরা খানম, এডিটর ইন চিফ শেখ নাজমুল হক সৈকতে ,সম্পাদক এহছান খান পাঠান, ব্যবস্থাপনা সম্পাদক সাবিনা ইয়াসমিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।