সিলেটের পুস্পার কন্ঠে জাদুর ছোঁয়া

 প্রকাশ: ৩১ জানুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন   |   ভিন্ন খবর

সিলেটের পুস্পার কন্ঠে জাদুর ছোঁয়া


শিব্বির আহমদ (সিলেট): নিরেশ চন্দ ও রীনা চন্দের কন্যা, পূরবী চন্দ পুস্পা। তিন বোনের সংসারে সে সর্বকনিষ্ঠ, কিন্তু স্বপ্নে ও সৃষ্টিতে সে অনন্য, স্বতন্ত্র। ২১ জুন ২০০৬ এই দিনটিতেই সিলেট জেলার বুকে জন্ম নেয় এক শিল্পীসত্তা। বাংলাদেশী পরিচয়ে গর্বিত পুস্পা ছোটবেলা থেকেই সংস্কৃতির আলোয় নিজেকে গড়ে তুলতে শুরু করে।

তার শিক্ষাজীবনও চলেছে দায়িত্ব আর স্বপ্নের হাত ধরে। মানবিক বিভাগ থেকে এইচএসসি সম্পন্ন করে বর্তমানে সে বি.এ অনার্সের প্রথম বর্ষে ভর্তির অপেক্ষায়। পড়াশোনার পাশাপাশি কর্মজীবনেও সে সক্রিয় মোহন’স এডুকেশন, মনিপুরী রাজবাড়ী, মির্জাজাঙ্গাল, সিলেটে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে চলেছে।

ভ্রমণ তার চোখে খুলে দেয় নতুন দিগন্ত, আর গান, গানই তার আত্মার ভাষা। গানের প্রথম হাতে খড়ি পেয়েছে তার মা রীনা চন্দের স্নেহময় আশীর্বাদে।পরবর্তীতে বিশিষ্ট সংগীত বিশারদ শরদিন্দু ভট্টাচার্যের কাছ থেকে সে নিয়মিত সংগীতের তালিম গ্রহণ করে চলেছে।

লোকগানের প্রতি তার আলাদা টান। রাধারমণ, হাসন রাজা ও শাহ আব্দুল করীমের গানে সে খুঁজে পায় মাটির গন্ধ, জীবনের কথা। এছাড়াও রবীন্দ্রসংগীত, নজরুলগীতি ও আধুনিক গানেও তার কণ্ঠে ফুটে ওঠে ভিন্ন এক আবেশ।গানের পাশাপাশি কবিতাও তাকে ডাকে নীরবে। শব্দের ছন্দে নিজেকে মেলে ধরতে সে যুক্ত রয়েছে জাতীয় কবিতা পরিষদ, সিলেট শাখার সঙ্গে। নৃত্য পরিবেশনাতেও সে অর্জন করেছে সুনাম মঞ্চে তার উপস্থিতি মানেই সংস্কৃতির এক উজ্জ্বল প্রকাশ। আজ সে বাংলাদেশ বেতার, সিলেটের একজন নিয়মিত শিল্পী। পড়াশোনা, গান ও নৃত্য—এই তিনের সমন্বয়ে পুস্পা স্বপ্ন দেখে এক আলোকিত সাংস্কৃতিক ভবিষ্যতের।নিজের সৃষ্টিশীলতায় সে শুধু নিজেকেই নয়, উজ্জ্বল করতে চায় আমাদের সংস্কৃতির আকাশ।

ভিন্ন খবর এর আরও খবর: