মাদারীপুরে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২৬ জানুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন | অর্থ ও বাণিজ্য
মাদারীপুর জেলায় বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি. এম. শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মহা উপব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল ও একক বীমা) সৈয়দ মোতাহার হোসেন, মহা ব্যবস্থাপক আল আমিন বীমা প্রকল্প মোঃ আতিকুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে কোম্পানির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বীমা দাবির চেক আনুষ্ঠানিকভাবে গ্রাহকদের মাঝে হস্তান্তর করা হয় এবং একই সঙ্গে ব্যবসা উন্নয়ন, গ্রাহকসেবা সম্প্রসারণ, বীমা সচেতনতা বৃদ্ধি ও ভবিষ্যৎ কার্যপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বি. এম. শওকত আলী বলেন, “গ্রাহকের আস্থা অর্জনই বীমা শিল্পের মূল শক্তি। দ্রুত ও স্বচ্ছভাবে বীমা দাবি নিষ্পত্তি এবং মানসম্মত সেবা প্রদানের মাধ্যমেই সেই আস্থা সুদৃঢ় করা সম্ভব।”
বিশেষ অতিথিরা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং মাঠপর্যায়ের কার্যক্রম জোরদার করার মাধ্যমে বীমা খাতকে আরও গতিশীল ও জনবান্ধব করা সম্ভব। অনুষ্ঠান শেষে বীমা শিল্পের উন্নয়ন ও ব্যবসায়িক সম্প্রসারণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মকর্তারা।
