আবারও টগরে ভরে গেছে রায়েন্দা খাল
প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন | জেলার খবর
সঞ্জয় কুলু (শরনখোলা, বাগেরহাট): শরনখোলা উপজেলার প্রাণকেন্দ্র রায়েন্দা খাল আবারও টগর ও আগাছায় ঢেকে গেছে। খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় নৌযান চলাচল বন্ধের পাশাপাশি আশপাশের এলাকায় পানি নিষ্কাশনেও সমস্যা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা মাহবুল জমাদ্দার বলেন, “খালটা একসময় পরিষ্কার ছিল, মাছও পেতাম প্রচুর। এখন টগরে ভর্তি হয়ে গেছে।" অপর এক বাসিন্দা সালেহা বেগম জানান, “টগরের কারণে খালের পানি নষ্ট হয়ে গেছে, ঘরের কোনো কাজে ব্যবহার করতে পারি না।"
স্থানীয়রা জানান, খালটি নিয়মিত পরিষ্কার না হওয়ায় এমন অবস্থা তৈরি হয়েছে। এ বিষয়ে শরনখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হাসান বলেন, “আমি এখানে নতুন কর্মরত। যদি দেখি এটা জনকল্যাণমুখী, তবে অবশ্যই ব্যবস্থা নেব।"
বাসিন্দারা আশা করছেন, দ্রুত পদক্ষেপের মাধ্যমে রায়েন্দা খাল আবারও আগের মতো প্রাণ ফিরে পাবে।
