সরাইলে বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক হোসাইন আহম্মেদ তফছিরের স্মরণ সভা

 প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন   |   জেলার খবর

সরাইলে বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক হোসাইন আহম্মেদ তফছিরের স্মরণ সভা


মোজাম্মেল পাঠান (সরাইল, ব্রাহ্মণবাড়িয়া )  :

গতকাল  ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে  বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল এর সাবেক কেন্দ্রীয় কমিটির  সভাপতি হোসাইন আহম্মেদ তফছিরের ৩য় মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীলসমাজের প্রতিনিধিগণ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাত্তরের রণাঙ্গনের সম্মুখ যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাশেদ।উক্ত  স্মরণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদ সরাইল উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান। প্রয়াত তফছির আহমেদ এর ছোট ভাই প্রভাষক জাফর আহম্মেদ আকছিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সরাইল উপজেলা কমিটির সভাপতি কমরেড দেবদাস সিংহ রায়,সরাইল নাগরিক কমিটির প্রতিনিধি মোস্তাফিজুর রহমান,  ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ সরাইলের  এর সাধারণ সম্পাদক আব্দুল জব্বার,বিপ্লবী কমিউনিস্ট লীগ সরাইল উপজেলা কমিটির সভাপতি  আব্দুস সোবহান মাখন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সরাইল উপজেলা শাখা সংসদের সভাপতি মোজাম্মেল পাঠান, বিএনপি সরাইল উপজেলা কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক শাহ ওয়ালিউর রহমান, সরাইল উদীচীর সাবেক সাধারণ সম্পাদক সুমন পারভেজ, বাংলাদেশ জাসদের আখাউড়া উপজেলার যুগ্ম সাধারণ  সম্পাদক ডাক্তার শাহাজাহান,  বাংলাদেশ জাসদ সরাইল উপজেলা কমিটির সদস্য শাহ সোহাগ, অরুণী যুব গোষ্ঠীর সাধারণ সম্পাদক সাব্বির প্রমুখ। বক্তারা হোসাইন আহম্মেদ তফছিরের আদর্শিক প্রগতিশীল সাংস্কৃতিক সামাজিক বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা করে বলেন, বর্তমান রাজনীতির দুঃসময়ে হোসাইন আহম্মেদ তফছিরের মত আদর্শিক রাজনৈতিক ব্যক্তিত্বের বড়োই অভাব। সভা শেষে দোয়া পরিচালনা করেন প্রয়াত  হোসাইন আহম্মেদ তফছিরের চাচা হাফেজ  মওলানা জুবায়ের আহমেদ।

জেলার খবর এর আরও খবর: