সিলেট'র ওসমানীনগরে পল্লী বিদ্যুতের লাইন টানা নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন | সারাদেশ
শিব্বির আহমদ, (ওসমানীনগর,সিলেট): সিলেটের ওসমানীনগরে প্রতিবেশির ভূমির উপর দিয়ে জোর পূর্বক পল্লী বিদ্যুতের লাইন টানা নিয়ে দুই পরিবারে উত্তেজনা বিরাজ করছে। উপজেলার সাদীপুর ইউনিয়নের খছরুপুর গ্রামের রেখা আলী ও আব্দুল হাসিদের পরিবারের মধ্যে এ উত্তেজনা চলছে।
ভূক্তভোগি পরিবার ও স্থানীয় ইউপি সদস্যের বাঁধা উপেক্ষা করে লাইন টানার পর মিটার না লাগানোর জন্য স্থানীয় পল্লী বিদ্যুতের কাশিকাপন জোনাল অফিসে এবং অনধিকার চর্চা করে গাছ কেটে লাইন টানার অভিযোগে আব্দুল হাসিদ, সালাম মিয়া, জাবেদুল হক ও ঠিকাদার আক্তার হোসেন এর বিরুদ্ধে ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, ২০২১ সালের নভেম্বর মাসে একই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হাসিদ এর কাছ থেকে অপর যুক্তরাজ্য প্রবাসী রেখা আলী বাড়ি নির্মাণের জন্য ১২শতক ভূমি ক্রয় করেন।
চলতি বছরের ৫ই নভেম্বর সকাল ৯টার দিকে আব্দুল হাসিদ বিক্রিত ভূমির উপর দিয়ে বিদ্যুতের লাইন টানার প্রস্তুতি নেন। এসময় রেখা আলীর লোকজন বাঁধা প্রদান করেন। তখন বিষয়টি স্থানীয় ইউপি সদস্য এসাম উদ্দিন কে অবহিত করলে তিনিও লাইন টানতে নিষেধ করেন। এরপর ২১ নভেম্বর সকাল ৮টার দিকে আব্দুল হাসিদের লোক আব্দুস সালাম, জাবেদুল হক ও ঠিকাদার আক্তার হোসেন জোরপূর্বক রেখা আলীর ভূমিতে একটি গাছ কেটে বিদ্যুতের লাইন টেনে নেন।
এরপর থেকে উভয় পক্ষে উত্তেজনা বিরাজ করছে।
রেখা আলীর পক্ষে আমরুল হক বলেন, আব্দুল হাসিদ লোকজন দিয়ে গাছ কেটে ভূমির উপরে জোরে বিদ্যুতের লাইন টেনেছেন। আমরা বিদ্যুৎ অফিস ও থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
আব্দুল হাসিদ বলেন, তাদের জায়গায় সরকারি ভূমি রয়েছে, আমি সরকারি জায়গার উপর দিয়ে লাইন নিয়েছি।
স্থানীয় ইউপি সদস্য মো. এশাম উদ্দিন বলেন, রেখা আলী ঘর নির্মাণের জন্য হাসিদ সাহেবের কাছ থেকেই জায়গা কিনেছেন। এখন বিক্রিত ভূমির উপর তিনি বিদ্যুতের লাইন টানছেন। আমরা লাইন টানতে নিষেধ করলেও তিনি শুনেননি।
পল্লী বিদ্যুতের কাশিকাপন জোনাল অফিসের ডিজিএম নাইমুল হাসান বলেন, বিষয়টি আমার নলেজে নেই। আবেদন করা হলে ব্যবস্থা নেওয়া হবে।
ওসমানীনগর থানার অফিসার্স ইনচার্জ মো. মোনায়েম মিয়া বলেন, বিদ্যুতের লাইন টানা ও গাছ কাটা সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
