মানুষের কল্যাণের জন্য প্রতিদিন ১৮ ঘন্টা কাজ করবো : গফুর ভুঁইয়া

 প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন   |   রাজনীতি

মানুষের কল্যাণের জন্য প্রতিদিন ১৮ ঘন্টা কাজ করবো : গফুর ভুঁইয়া


কুমিল্লা-১০ (লালমাই, নাঙ্গলকোট) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী আব্দুল গফুর ভুঁইয়া বলেছেন, "আমি জনগণের মনোনয়ন নিয়ে জনগণের কাছে এসেছি। আমি জনগণের জন্য কাজ করবো। ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টা আমি মানুষের জন্য কাজ করবো। আমি যেনো অহংকার, অহমিকামুক্ত থেকে বিনয় এবং সততার সাথে লালমাই উপজেলার মানুষের কল্যাণে কাজ করতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের ভালোবাসা চাই। মনিরুল হক চৌধুরী সাহেব আমার বড় ভাই। আমরা উনার আসনে গিয়েও উনার জন্য কাজ করবো৷ আমাদের নেতা যে নির্দেশ দিয়েছে, সেভাবে কাজ করতে হবে। মানুষের মনে কষ্ট দিয়ে কোনো রাজনীতি করা যাবে না। আমি আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আমৃত্যু আপনাদের হৃদয়ে থাকতে চাই।  সোমবার (১০ নভেম্বর) সকালে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে বর্ণাঢ্য মোটরসাইকেল ও গাড়ি শোভাযাত্রায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। 


তিনি বলেন,"আমি লালমাই উপজেলাকে মদ,গাঁজা, জুয়া অসামাজিক কার্যকলাপ মুক্ত একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলবো। আমি দীর্ঘ ৩৫ বছর নাঙ্গলকোটের মানুষের পাশে আছি, নাঙ্গলকোটের মানুষও আমার পাশে আছে। আপনাদের কর্মী হয়ে,  আপনাদেরকে সেবা দিয়ে আপনাদের হৃদয় জয় করে নিবো আমি গফুর ভুঁইয়া। আপনাদের সকলের নিকট ধানের শীষ মার্কায় ভোট চাই।"

মনোনয়ন পাওয়ার অষ্টম দিনে জাপান সফর শেষে প্রথম বারের মতো নিজ আসনে (লালমাই ও নাঙ্গলকোট) আসেন গফুর ভুঁইয়া। তাঁর আগমন উপলক্ষে কুমিল্লার লালমাই উপজেলা ও নাঙ্গলকোটে অনুষ্ঠিত হয়েছে বিশাল শোডাউন। পরে গফুর ভুঁইয়ার নেতৃত্বে প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল শোভাযাত্রাটি কুমিল্লা- নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই গোল চত্বর থেকে শুরু হয়ে বাগমারা বাইপাস সড়ক হয়ে কুমিল্লা-বাঙ্গড্ডা সড়কের বলিপদুয়া, হদকরা, গোলাচোঁ, ভুশ্চি বাজার, গৈয়ারভাঙ্গা বাজার, বাংলাবাজার ও  যুক্তিখোলা বাজার হয়ে নাঙ্গলকোট উপজেলায় প্রবেশ করে। দেড় সহস্রাধিক গাড়ির শোভাযাত্রায় লালমাই উপজেলা বিএনপির সভাপতি মাসুদ করিম, সাধারণ সম্পাদক ইউছুফ আলী মীর পিন্টু, সাবেক চেয়ারম্যান আমান উল্যাহ আমান, বিএনপি নেতা কাজী ইকবাল হোসেন কাজল,   শাহজাহান মজুমদার, মহসিন মজুমদার, মফিজুল ইসলাম, রকেট মজুমদার, লালমাই উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ আলম, যুগ্ম আহবায়ক ফিরোজ মিয়া, সদস্য সাকিব মজুমদার,  সদস্য সচিব প্রার্থী মাকসুদুর রহমান মাসুদ,  লালমাই উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মাসুদ পারভেজ ও কামরুল হাসান। বি এইস সোহেল, মোজাম্মেল হোসেন, মো. ফারুক, খোরশেদ আলম, হাবিব, মামুনসহ তিন সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

রাজনীতি এর আরও খবর: