শরণখোলার উপস্বাস্থ্যকেন্দ্র তালাবদ্ধ, রোগী আছে ডাক্তার নেই

 প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন   |   জেলার খবর

শরণখোলার উপস্বাস্থ্যকেন্দ্র তালাবদ্ধ, রোগী আছে ডাক্তার নেই

 সঞ্জয় কুলু, শরণখোলা (বাগেরহাট) :

বাগেরহাটের শরণখোলা উপজেলার ৪ নং সাউথখালী ইউনিয়ম উপস্বাস্থ্যকেন্দ্রে রোগীরা আসলেও চিকিৎসা সেবা পাচ্ছেন না। স্বাস্থ্যকেন্দ্রের মূল ফটকে তালা ঝুলছে, ভেতরে নেই কোনো ডাক্তার বা স্বাস্থ্যকর্মী। ফলে রোগীরা ফিরে যাচ্ছেন হতাশ হয়ে।

স্থানীয় জামায়াতের শরণখোলা উপজেলার সাবেক সেক্রেটারি, মাওলানা নুরুল আমীন বলেন, “নিয়মিতভাবে কেন্দ্রটি সকাল থেকে খোলা থাকার কথা থাকলেও অনেক দিন ধরে এখানে ডাক্তার বা সেবিকা পাওয়া যাচ্ছে না। কেউ কেউ বলেন, জরুরি অবস্থায় দূরবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হচ্ছে, যা সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল।

এ বিষয়ে স্থানীয় নাম প্রকাশে অনিইচ্ছুক এক রোগী বলেন, “এখানে চিকিৎসা নিতে এসে দেখি দরজায় তালা, অথচ আমার বাচ্চার জ্বর তিন দিন ধরে। কোথায় যাব বুঝতে পারছি না।”

গ্রামীণ জনগণের একমাত্র ভরসা এই উপস্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা দ্রুত নিয়মিত ডাক্তার ও ওষুধ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ডাক্তার প্রিয় গোগল বলেন, বিষয়টি দেখছি।

জেলার খবর এর আরও খবর: