সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন লালমাই উপজেলায় কর্মরত সাংবাদিকরা
প্রকাশ: ১১ অগাস্ট ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন | জেলার খবর

গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচার ও সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন লালমাই উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
গতকাল রবিবার (১০ আগস্ট) সকালে বাগমারা বাজার জিরো পয়েন্টে লালমাই প্রেস ক্লাব এর উদ্যােগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করেন লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ মজুমদার, অর্থ সম্পাদক মনির হোসেন, দপ্তর সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক গাজী মামুন, শিক্ষা সম্পাদক রুহুল আমিন, সহ-শিক্ষা সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী ইয়াকুব আলী নিমেল, সহ-ক্রীড়া সম্পাদক অরুণ কৃষ্ণ পাল, সদস্য রিয়াজ মোর্শেদ মাসুদ, সদস্য মোহাম্মদ আবদুল মতিন, সংবাদকর্মী শাহাদাত হোসেন, শামীম আহমেদ।
সংবাদিকরা দ্রুত সময়ের মধ্যে তুহিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা।