আদালতের রায় অমান্য করে দোকান ঘর ভেঙে দেওয়ার অভিযোগ

 প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন   |   জেলার খবর

আদালতের রায় অমান্য করে দোকান ঘর ভেঙে দেওয়ার অভিযোগ
গোপালগঞ্জের মুকসুদপুরে আদালতের রায় অমান্য করে দোকান ঘর ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের শিমুলশুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, বাঁশবাড়িয়া ইউনিয়নের শিমুলসুর গ্রামে ব্যক্তি মালিকানাধীন (পৈতিক সম্পত্তি) জায়গার উপর জোরপূর্বক রাস্তা নির্মাণ করেছে ব্যাংক কর্মকর্তা অনিমেষ মৌলিক নামের এক ব্যক্তি। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক মুকসুদপুরের বনগ্রাম শাখার ব্যবস্থাপক। জানাগেছে,জোরপূর্বক দখল করা জায়গার প্রকৃত মালিক মৃত সতীশ বিশ্বাস। তার সন্তানরা বাধা দিলে ভাড়াটিয়া গুন্ডাবাহিনীর আক্রমনের শিকার হচ্ছে তারা। রাস্তার সাথে একটি দোকান ঘর তৈরি করে জায়গার প্রকৃত মালিক সমীর বিশ্বাস। ব্যাংক কর্মকর্তা অনিমেষর নির্দেশে শ্যামলী ভক্ত এবং সমেন মল তার লোকজনসহ অতর্কিতভাবে এসেই দোকান ঘর ভেঙে ফেলে। এই কাজে জমির মালিকগন বাধা দিলে ক্ষমতার দাপটে কোন বাধাই তার কাছে টিকতে পারেনি। উল্লেখ্য দীর্ঘদিন যাবত উক্ত জায়গা নিয়ে আদালতে মামলা চলে এবং সমীর বিশ্বাসের পক্ষে আদালত রায় দেন। অথচ আদালতের রায় অমান্য করেই দোকান ঘর ভেঙে ফেলেন তারা।৷ এছাড়াও এই ঘটনা নিয়ে থানায় উভয় পক্ষের একাধিক মামলা রয়েছে। ব্যাংক কর্মকর্তা অনিমেশ মৌলিক জানান, এখানে আমার সাথে কোন ব্যাক্তিগত বিরোধ নেই। জনস্বার্থে আমি এই রাস্তা পক্ষে থাকায় কিছু লোক আমার বিরুদ্ধে নানাবিধ কথা বলে যাচ্ছে। আর এই ঘর ভাঙ্গার ব্যাপারে আমি কিছু জানিনা। এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা মুকসুদপুর থানার এস আই সুকান্ত বাউল ও এস আই অনক জানান, এদের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। উভয় পক্ষের একাধিক মামলাও রয়েছে। ঘর ভাংচুরের কথা শুনেছি৷ এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ###

জেলার খবর এর আরও খবর: