হাল্ট প্রাইজ জিতলো ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘দ্য হেল্পিং হ্যান্ড’

 প্রকাশ: ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০১ অপরাহ্ন   |   শিক্ষা

হাল্ট প্রাইজ জিতলো ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘দ্য হেল্পিং হ্যান্ড’

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছে দল ‘দ্য হেল্পিং হ্যান্ড’। তাদের প্রকল্প ‘সহকেয়ার’ বিচারকদের মন জয় করে নেয়, যা একটি ২৪ ঘণ্টার সার্টিফাইড কেয়ারগিভিং কোর্স প্ল্যাটফর্ম।   শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের থিয়েটার হলে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে পাঁচটি দল অংশ নেয়। দীর্ঘ প্রতিযোগিতার পর বিজয়ীর মুকুট ওঠে ‘দ্য হেল্পিং হ্যান্ড’-এর হাতে। বিচারকদের মতে, সামাজিক সমস্যার বাস্তবসম্মত ও সহানুভূতিশীল সমাধান দেওয়ার জন্যই তারা চ্যাম্পিয়ন হয়েছে।  দ্বিতীয় স্থান অর্জন করেছে ব্ল্যাকইউ অন্টার, যারা দুর্যোগ প্রতিক্রিয়া রোবট উদ্ভাবনের উদ্যোগ নিয়েছে। তাদের প্রকল্পটি প্রাকৃতিক দুর্যোগ ও আকস্মিক বিপর্যয়ে সহায়তা করতে সক্ষম হবে। তৃতীয় স্থান দখল করেছে টিন ক্র্যাকানোমিক্স। তারা প্লাস্টিকের বিকল্প হিসেবে ধানের তুষ দিয়ে পরিবেশবান্ধব প্লেট তৈরির পরিকল্পনা করেছে।  অনুষ্ঠানের শুরুতে ক্যাম্পাস ডিরেক্টর আরেফিন ইসলাম রুহান প্রতিযোগিতার পেছনের কঠোর পরিশ্রম ও অভিজ্ঞতা শেয়ার করেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডেভিড ডাওল্যান্ড প্রতিযোগীদের উৎসাহিত করে ব্র্যাকের দীর্ঘদিনের টেকসই উন্নয়ন প্রচেষ্টার কথা তুলে ধরেন।   গ্র্যান্ড ফিনালেতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের প্রধান টেকসই কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল্লাহ, এইচএসবিসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এসএম পারভেজ ইসলাম, ফিনান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রি স্পেশালিস্ট খালেদ বিন কামাল এবং কোলগেট-পানওলিভ বাংলাদেশ লিমিটেডের রিটেইল অ্যান্ড কনজিউমার মার্কেটিং লিড আজরীন চৌধুরী।  পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। আয়োজকদের পক্ষ থেকে বিচারক, মেন্টর ও সংশ্লিষ্টদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানানো হয়। বিজয়ী দল ‘দ্য হেল্পিং হ্যান্ড’ তাদের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে।



শিক্ষা এর আরও খবর: