সিলেটে শ্রমিক নেতাদের মাগফেরাত কামনায় রিক্সা শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল

 প্রকাশ: ২৫ অগাস্ট ২০২৩, ০৭:০৪ অপরাহ্ন   |   সারাদেশ

সিলেটে শ্রমিক নেতাদের মাগফেরাত কামনায় রিক্সা শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল


শিব্বির আহমদ (সিলেট): সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-১৬৬৯ এর অন্তর্ভুক্ত মহানগরীর ৬নং ওয়ার্ডের সাবেক সভাপতি নূরুল ইসলাম ও সদস্য আবুল কালামের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ ২৫ আগষ্ট শুক্রবার সকালে নগরীর চৌকিদেখীতে  অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।

রিক্সা শ্রমিক ইউনিয়ন ৬ নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ মোবারক আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাহার উদ্দিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ট্রেড ইউনিয়ন অন্য শাখার সাধারণ সম্পাদক আব্দুস ছত্তার মুন্না, সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, বিশিষ্ট শ্রমিক নেতা আব্দুল মালিক।

রিক্সা শ্রমিক ইউনিয়ন ৬নং ওয়ার্ড শাখা আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা জুয়েল আহমদ, আব্দুল খালিক, কালা মিয়া, আব্দুজ জাকির, মতিউর রহমান, জয়নাল আবেদীন, ছমির উদ্দিন, হাবিবুর রহমান, আব্দুস সোবহান, খোকন শেখ, শাহ জাহান প্রমুখ।  এছাড়াও স্মরণ সভায় ওয়ার্ডের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন এডভোকেট জামিল আহমদ রাজু।

স্মরণ সভায় বক্তারা শ্রমিক নেতা নূরুল ইসলাম ও আবুল কালাম এর কর্মজীবন নিয়ে স্মৃতিচারণ করে বলেন, তাঁরা দু’জন আদর্শবান ও ভালো মনের অধিকারী ছিলেন। শ্রমিকদের সুখে-দুঃখে পাশে থেকে আমৃত্য কল্যাণমূলক কাজ করে গেছেন, তা আজীবন ইতিহাস হয়ে শ্রমিকদের হৃদয়ে থাকবেন।

বক্তারা বলেন, শুধু আয় রুজি ও জীবিকা অর্জনের পিছনে ছুটলে চলবেনা। পাশাপাশি আখেরাতের কথা স্মরণ করে আল্লাহর হুকুম মেনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পরকালের পথ সুগমন করতে ইনসাফ ভিত্তিক সমাজ ও ইসলামের আলোকে জীবন পরিচালনা করার আহবান জানান।


সারাদেশ এর আরও খবর: